দি ঢাকা টাইমস ডেস্ক ।। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আরেকটি নতুন ডিজাইনের কি-বোর্ড আনলো মাইক্রোসফট। ঘরের ভেতরে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চত করতে তাতে যোগ হয়েছে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে মাইক্রোসফটের স্টোরে পাওয়া যাবে এই কি-বোর্ড। তবে আপাতত শুধু আমেরিকার নাগরিকেরাই কিনতে পারবেন এই কি-বোর্ড। আর তার জন্যে তাদের গুনতে হবে প্রায় ৪০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৩২০০ টাকার মতো। মাইক্রোসফট উইনডোজ ৮, ৮.১, আরটি ৮.১, আরটি ৮, এবং উইনডোজ ৭ এর সাথে ব্যবহার করা যাবে কি-বোর্ডটি।
মাইক্রোসফট জানিয়েছে মূলত বেডরুমে বসে যারা আয়েশ করে কম্পিউটার ব্যবহার করেন, তাদের কথাই তারা মাথায় রেখেছিল এই কি-বোর্ড ডিজাইনের সময়। তারবিহীন এই কী-বোর্ডে যুক্ত আছে একটি মাল্টি-টাচ ট্র্যাকপ্যাডও। প্রায় ৩০ ফিট দূরত্ব পর্যন্ত এই কি-বোর্ড মূল কম্পিউটারের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারবে। সবচেয়ে মজার কথা হলো, এতে মিউজিক, ভিডিও, ছবি ইত্যাদি দ্রুত খুঁজে পাওয়া জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। এর কি সমূহের মাঝে এফ১ থেকে শুরু করে এফ১২ পর্যন্ত এই ব্যবস্থাগুলো রয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, হঠাৎ কি-বোর্ডের ওপর বসে পড়া বা হুট করে কি-বোর্ড হাত থেকে পড়ে যাওয়ার অভ্যাস যাদের আছে, তারা এই কি-বোর্ড ব্যবহারে নিশ্চিত থাকতে পারেন। দৈর্ঘ্যে ৩৬০.১ মিলিমিটার এবং উচ্চতায় ১৩১.৮ মিলিমিটারের এই কি-বোর্ড বেশ কিছু টিভি এবং গেমিং কনসোলেও ব্যবহারের উপযোগী।
তথ্যসূত্র: গিজম্যাগ, এনডি টিভি