দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকদের ধর্মঘটের কারণে মুমুর্ষ রোগিদের মৃত্যু সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের কাজে যোগদানের আহবান জানিয়ে বলেছেন, চিকিৎসা এমন একটি পেশা ধর্মঘট করা যায় না। দাবি-দাওয়া থাকলে সেটি একমাত্র আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তাতে দেশের বিবেকবান প্রতিটি নাগরিক স্তম্ভিত। প্রথমত চিকিৎসকদের দাবি সব সময় থাকতে পারে এটি একেবারেই স্বাভাবিক। কিন্তু সাধারণ জনগণ যারা মেডিক্যালে চিকিৎসা নিতে আসেন তাদের জিম্মি করে িএমন ধর্মঘট কতটা যুক্তিযুক্ত সেদিকটা ভাবতে হবে। এরপরও সাংবাদিকদের ওপর ইন্টারনিদের হামলার ঘটনাও একটি কলঙ্কজনক অধ্যায়।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এলে যে তথ্য বিবরণী তুলে ধরা হয় সেটি দেখলে রীতিমতো পিলে চমকে যায়। ওই তথ্যে দেখা গেছে, ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত রামেক হাসপাতালে ৫ হাজার ২৭১ রোগির মৃত্যু হয়েছে। এতে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৪ জন করে রোগি।
ইন্টার্নি চিকিৎসকদের অঘোষিত ধর্মঘটের কারণে এই হাসপাতালে রোববার রাত ১১ থেকে সোমবার বিকেল ৪টা পর্যন্ত ১৭ ঘণ্টায় মারা গেছে ২১ জন রোগি।
উপরোক্ত মৃত্যুর ঘটনা একমাত্র ধর্মঘটের কারণেই ঘটেছে। তাহলে দেশের সাধারণ মানুষের মধ্যে এমন পরিস্থিতিতে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে, এই মৃত্যুর দায় নেবে কে?