দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌমাছি দেখলে আমরা পালিয়ে বাাঁচার চেষ্টা করি। কিন্তু যুক্তরাষ্ট্রের সারা মাপেলি মৌমাছিকে নিজের গায়ে ধারণ করে থাকতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। আর তাই নিজেকে মৌমাছি রাণী হিসেবে দাবি করেছেন তিনি।
সংবা মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের বাসিন্দা সারা মাপেলি (৪৪) নগ্ন বক্ষে কমপক্ষে ১২ হাজার মৌমাছি নিয়ে নিয়মিতভাবে এক প্রকার আধ্যাত্মিক আচার পালন করে আসছেন। আর তাই তিনি নিজেকে মৌমাছি রাণী হিসেবে দাবি করেন।
ধীর ভঙ্গিমায় মৌমাছির ওই আচারকে এক রকম গভীর ধ্যান মনে করেন সারা মাপেলি। বৃটেনের ডেইলি মেইলের প্রতিবেদনে পাওয়া গেছে মৌমাছি রাণী সারা মাপেলির গল্প। ফটোগ্রাফার হলি উইলমেথ তার ক্যামেরায় ধারণ করেছেন ওই আধ্যাত্মিক নৃত্যভঙ্গি।
জানা গেছে, ২০০১ সাল থেকে সারা শরীরে মৌমাছি স্থাপনের এই চর্চা করে আসছেন। সারা মাপেলি তার ওয়েবসাইটে লিখেছেন, ‘১২ হাজার মৌমাছি তাদের শক্তিশালী পাখা দিয়ে আমার শরীরের চারপাশে বসে আছে। প্রথমে আমি বাধা দেই, এরপর ছেড়ে দেই। আর তাদের সঙ্গে আমিও নড়তে শুরু করি। এটাকে আমি মনে করি এক ধরনের গভীর ধ্যান। আমি আমার চারপাশে সব সময় তাদের অবস্থান অনুভব করি। মৌমাছিগুলোকে শরীরের ওপর আনার জন্য আমি বিশেষ ধরনের ফেরোমোন তেল গলার পাশে ঝুলিয়ে দিই। যখন তারা আমার ত্বকের সঙ্গে লেগে যায়, তখন আমি শান্তভাবে গভীর ধ্যান মুদ্রা চর্চা করি। এমন চলে কখনওবা ২ ঘণ্টাব্যাপী।’
যখন মৌমাছি নৃত্য শেষ হয়ে যায়, তখন তিনি অন্যের সহযোগিতায় ফেরোমোন তেল গলা থেকে সরিয়ে ফেলেন এবং বড় একটি লাফ দিয়ে মৌমাছিদের শরীর থেকে ছিটকে সরিয়ে দেন। এরপরও যে দু’চারটি মৌমাছি শরীরের সঙ্গে লেগে থাকে, তাদেরকে পরে ব্রাশ দিয়ে সরিয়ে ফেলেন তিনি।
এভাবেই মৌমাছির রাণী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যুক্তরাষ্ট্রের সারা মাপেলি। তিনি বাকি জীবনও এভাবেই মৌমাছির রাণী হয়ে কাটাতে চান। তথ্যসূত্র: ডেইলি মেইল।