দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রিমোট চালিত খেলনা বাচ্চাদের পছন্দের আর রিমোট চালিত বিভিন্ন আকাশযান সেনাবাহিনীর পছন্দের বস্তু। ইতোমধ্যে ড্রোন, ছোট হেলিকপ্টারসহ সেনাবাহিনীর বিভিন্ন যান রিমোটে চালিত হয়েছে। কিন্তু সব রেকর্ড ভেঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ৫.২ টন ওজনের ব্ল্যাকহককে রিমোটে চালানোর উপযুক্ত করে তুলেছে।
এটি অবিশ্বাস্য এবং বিরাট সাফল্যের বিষয়। কেননা ব্ল্যাকহক কোন ড্রোন বা ছোট হেলিকপ্টার নয় যে একে সহজেই ম্যানুয়াল থেকে রিমোটে চালানোর উপযুক্ত করে ফেলা যাবে। এটি বিশাল হেলিকপ্টার। এই সাফল্যের ফলে এখন থেকে ভারি ও বড় যন্ত্রপাতিও রিমোটের কয়েকটি বোতাম বা জয়স্টিক দিয়ে চালানো যাবে।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অঙ্গপ্রতিষ্ঠান সিকোরস্কাই এয়ারক্রাফট কর্পোরেশন সফলতার সাথে এই কাজটি সম্পন্ন করেছে। নতুন ব্ল্যাকহক এর বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণভাবে পাইলট এতে বসে যেসব কাজ করতে পারতো তার সবই রিমোটে করা যাবে।
সিকোরস্কাই এর মার্ক মিলারের মতে, রিমোট চালিত ব্ল্যাকহক সৈন্যসহ বা সৈন্য ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন অভিযান পরিচালনা করতে সহায়ক হবে। বিশেষ করে সৈন্য ছাড়া অভিযান পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরফলে ঝুঁকিপূর্ণ ও গৌণ কাজগুলো ব্ল্যাকহককে দিয়ে সৈন্যগণ অধিক গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারবে।
ব্ল্যাকহক অনেক বেশি সৈন্য বা মালামাল বহন করতে পারে। রিমোটের মাধ্যমে চালানোর ফলে যুদ্ধ বিগ্রহে জটিল পরিস্থিতিতে এটি নিয়ন্ত্রণ সহজতর ও নিরাপদ হবে।
ব্ল্যাকহক এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে। এর সাফল্য কেমন হবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আরো কিছুদিন এটি দিয়ে খেলাধুলা করুক।
সূত্রঃ thetechjournal