দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত বিভিন্ন ইন্ডাস্ট্রি বিশাল ও ভারি যন্ত্রপাতি ছোট ছোট ভাগে ভাগ করে একস্থান থেকে অন্যস্থানে পরিবহন করে। কিন্তু একটি টার্বাইন ব্লেড ভাগ করা যায় না। তার উপর যদি এটি ৩০০ ফুট লম্বা হয় তাহলে কিভাবে পরিবহন সম্ভব? চলুন জেনে নিই কিভাবে এই অসম্ভব সম্ভব হল।
টার্বাইন হচ্ছে একটি ঘূর্ণযন্ত্র যা বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। ৩০০ ফুট লম্বা ফলে এটি একটি দানবাকৃতির যন্ত্র। এটি পরিবহনের জন্য দুইটি বহনকারী গাড়ী ব্যবহার করা হয়েছে। টার্বাইনের দুই প্রান্ত দুই গাড়িতে যুক্ত করা হয়। এর ভারসাম্য রক্ষায় দুটি গাড়ি একসাথে চলেছে। প্রতিটি বাঁকে নিখুঁত হিসাবের মাধ্যমে ঘুরতে হয়েছে। ব্যপারটি দুঃস্বপ্নের মত, ভাবতেই গা ছমছম করে উঠে।
আরো ভয়ংকর ব্যাপার হচ্ছে, টার্বাইনটি নিয়ে যাওয়া হয়েছে ডেনমার্ক থেকে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের মেথিলের উপকূলে গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় বাতাস চালিত টার্বাইন। এর অংশ হতেই ডেনমার্কে উৎপাদিত টার্বাইন পরিবহন করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
এই লম্বা দূরত্ব অতিক্রম করার সময় অনেকগুলো আন্তর্জাতিক সীমানা পার হতে হয়েছে। সম্পূর্ণ পথে প্রকৌশলীদের অনেক সাবধান থাকতে হয়েছে। তার উপর কোম্পানির নির্ধারিত বিভিন্ন রসদ ও যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে।
স্কটল্যান্ডের মেথিলের উপকূলে ৭ মেগাওয়াটের সাইট গড়ে তুলছে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ। টার্বাইনের ব্লেডটি সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। কি নিখুঁত পরিকল্পনা আর চালকের দক্ষতা থাকলে ব্যাপারটি সম্ভব হয়, ভেবে দেখুন।
সূত্রঃ Thetechjournal