দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া … রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরের একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বছয় হয়েছিল ৬২ বছর।
সাংসদ নাসিম ওসমান ৩১ জুলাই ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের দেরাদুনে আত্মঘাতী প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। সাংসদ নাসিম ওসমান ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। মৃত্যর আগে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
উল্লেখ্য, সাংসদ নাসিম ওসমান শামীম ওসমানের বড় ভাই। নাসিম ওসমান জাতীয় সংসদের ৪ বারের (১৯৮৬, ১৯৮৮, ২০০৮ িএবং ২০১৪ সাল) নির্বাচিত হন।