দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাস্পবেরি পাই হলো এক ধরনের মিনি কম্পিউটার যা স্মার্টফোনের মতো ব্যবহার করা যায়। এটি তৈরি করা হয় অব্যবহৃত সেলফোন আর দোকান থেকে কিনে আনা কিছু ইলেক্ট্রনিক্স পার্টস দিয়ে। ডেভিড হান্ট নামে এক ব্যক্তি এই কম্পিউটারটি তৈরি করেছেন।
তিনি রাস্পবেরি পাই কম্পিউটার তৈরি করে এর সাথে যুক্ত করে দেন একটি জিএসএম মডিউল। ফলে বর্তমানে এর মাধ্যমে কথা বলার ডিভাইসও সংযুক্ত রয়েছে। এতে আরো রয়েছে একটি ছোট টিএফটি স্ক্রিন এবং একটি ব্যাটারী।
পুরো কম্পিউটারটি তৈরি করতে মোট খরচ হয়েছে ১৫৮ মার্কিন ডলার। যার মধ্যে ৪৮ ডলার লেগেছে এর জিএসএম ডিভাইসের জন্য এবং ৪০ ডলার ব্যয় হয়েছে পাইয়ের ডিভাইস তৈরি করতে। আর বাকী অর্থ ব্যয় হয় এর স্ক্রিনের পেছনে। ফোন ইন্টারফেসটি তৈরি করেছে ডেভিড হান্ট নিজে, যার মাধ্যমে কল দেওয়া এবং রিসিভ করার কাজ স্বাচ্ছন্দ্যে করা যায়।
এই অনন্য বৈচিত্রের ডিভাইসটির প্রধান আকর্ষণীয় বিষয় হলো এর ইলেক্ট্রনিক্স পার্টসগুলোর কোনটিই সোল্ডারিং করে সংযুক্ত করা হয়নি। এটির ইলেক্ট্রনিক্স ডিভাইসগুলোকে একে অপরের সাথে জুড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ডিভাইসের সাথে অপর ডিভাইসের খাপে খাপ মিলে যাওয়ার মতো করে তৈরি করা হয়েছে। ফলে ঘন্টাখানিকের মধ্যে পুরো ডিভাইসটি তৈরি করে ফেলা যায়। ডিভাইসের পুরো অংশটি একটি বক্সের ভেতর সাজানো থাকে। মূল সিপিইউ হিসেবে এই বক্সটি ব্যবহার করা হয়। এর পুরো প্যাকেজের সাথে রয়েছে একটি ছোট আকারের মডেম।
ডেভিড হান্ট তার এই জিএসএম কম্পিউটার সম্পর্কে বলেন, ‘এতে সংযুক্ত করা হয়েছে একটি সিম ৯০০জিএসএম মডিউল। ফলে এর মাধ্যমে কল করা, মেসেজ পাঠানো এবং কল রিসিভ করা যাবে। এছাড়াও কল করার বাইরে এর মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’ সে যাই হোক ডেভিড হান্ট গত বছর এই জিএসএম কম্পিউটারটি বাজারে ছাড়েন রাস্পবেরি পাই নামে। বর্তমানে এটি পাইফোন হিসেবে পরিচিত।
তথ্যসূত্রঃ টেকক্রাঞ্চ