দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা বড়ই নাজুক পরিস্থিতিতে রয়েছে। মৌলিক চাহিদার অন্য, বস্ত্র, বাসস্থানের পরেই শিক্ষা। কিন্তু গ্রামের ছেলে-মেয়েরা অনেকাংশে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ সেখানে পর্যা স্কুল নাই। স্কুলগুলোও ব্যবহারের অনুপোযী। এছাড়াও রয়েছে আরও নানা সমস্যা। আর তাই এবার হতদরিদ্রদের শিক্ষার সুযোগ দিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী বের করেছে নেত্রকোনায়।
জেলা প্রশাসক নিজে উদ্যোগী হয়ে স্কুল চালানোর পরিকল্পনা গ্রহণ করেন। এরপর ব্র্যাকের মাধ্যমে এই উদ্যোগ সফল হয়। এই স্কুল প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদান করবে। পরবর্তীতে দশম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ জন্য একটি ভাসমান তরী বানানো হয়েছে। সেখানে নির্ধারিত সময়ে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হবে।
উল্লেখ্য, নেত্রকোনা এলাকাটি একটি জলমগ্ন এলাকা। যে কারণে বর্ষা মৌসুমে ভয়ে ছোট বাচ্চাদের স্কুলে পাঠাতে অভিভাবকরা ভয় পান। আর তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝরে পরা ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানের উদ্যেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিটি ক্লাসে ৩৩ জন করে ভর্তি করা হবে। তবে ভাসমান তরী পরবর্তীতে আরও বৃদ্ধি করা হবে বলে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে করে ছাত্র-ছাত্রীরা উদ্যোগী হবে এবং লেখাপড়ায় মনোযোগ দেবে।