দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়ম ৬০ দিনের মধ্যেই এবারের ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে মাসের মাঝামাঝিতে প্রকাশ করা হবে এমনটি জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড ১৭ কিংবা ১৮ মে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর এসেছে।
ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রস্তাবনাও পাঠানো হয়েছে বলে জানা যায়। প্রধানমন্ত্রী সময় দিলে সে অনুযায়ী ফল প্রকাশিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের যে ধারাবাহিকতা গত ক’বছর বহাল রয়েছে সে অনুযায়ী ১৯ মে’র মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা শেষ হয় ২২ মার্চ। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী। গতবছরের চেয়ে এবার এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী বেশি পরীক্ষা দেয়। এসব পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫, দাখিলে ২ লাখ ৩৯ হাজার ৭৪৯ ও এসএসসি ভোকেশনালে ১ লাখ ২ হাজার ৪২৩ ছাত্র-ছাত্রী অংশ নেয়।