দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতিসংঘের জেনেভা কার্যালয়ে কিলার রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে আগামী কয়েক মাসের মধ্যেই অনানুষ্ঠানিক বিতর্ক সভার মুখোমুখি হতে যাচ্ছে। দুইজন রোবট বিশেষজ্ঞ অধ্যাপক রোনাল্ড আরকিন এবং অধ্যাপক নোয়েল শার্কি এই বিতর্ক সভায় কিলার রোবটের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা তুলে ধরবেন।
জেনেভার জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে সিসিডব্লিউ বা সার্টেইন কনভেনশিয়াল উইপন হিসেবে এই সভাটি আয়োজন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনটি বলছে, এই সভাটি অনুষ্ঠিত হতে পারে এই বছরের নভেম্বর মাসে। যদি এই সভাটি অনুষ্ঠিত হয়ে থাকে তবে এটিই হবে কিলার রোবটস নিয়ে অনুষ্ঠিত প্রথম সভা যেখানে প্রাণঘাতী অটোনোমাস উইপন সিস্টেম নিয়ে আলোচনা করা হবে। এই সভার মাধ্যমেই নির্ধারিত হবে কিলার রোবটের ভবিষ্যৎ। কিলার রোবট হলো স্বতঃস্ফূর্ত যান্ত্রিক মারণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় সংস্করণ এর আগে প্রথম সংস্করণটি ছিল ড্রোন ব্যবস্থাপনা। কিলার রোবট স্বতঃস্ফূর্ত হওয়ার ফলে এটি যুদ্ধ ক্ষেত্রে আক্রমণ করার সময় কোন ধরণের দ্বিধাগ্রস্তহীনভাবে তার টার্গেটকে নিশ্চিহ্ন করে ফেলবে এই ক্ষেত্রে যদি টার্গেটেড বস্তুটি যদি মানুষও হয়। এই ধরনের রোবট বর্তমানে নেই কিন্তু প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়নের ফলে আমরা হয়তো আর কিছুদিনের মধ্যেই এই ধরনের রোবট দেখতে পাবো। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক শার্কি বলেন, কিলার রোবট গ্যারেন্টেড নয় যে তারা যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে চলবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে তারা এই নীতির মধ্যেই থাকবে। কিন্তু এই নীতি অনুসারে রোবটগুলো নিজেদের মধ্যে দ্বৈত নীতি সৃষ্টি করে ফেলবে কেননা কিলার রোবট হিসেবে তাদের কিল ফাংশনটি তখন অকেজো হয়ে যাচ্ছে। তাই কিলার রোবটের ব্যবহারের ফলে ভয়াবহ হত্যাকান্ড ঘটবে। অধ্যাপক শার্কি কিলার রোবট বিরোধী একটি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সদস্য। এছাড়াও তিনি আন্তর্জাতিক রোবট অস্ত্র নিয়ন্ত্রণের সভাপতি। তিনি দীর্ঘদিন যাবত কিলার রোবটের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন।
কিন্তু অপরদিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইউনিভার্সিটির অধ্যাপক আরকিন বিবিসিকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে বলেন, কিলার রোবট ব্যবহারের ফলে যুদ্ধ ক্ষেত্রে মানুষের ব্যবহার কমবে। এর ফলে বেঁচে যাবে অনেক জীবন। যুদ্ধক্ষেত্রে মানুষের অংশগ্রহণের ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু রোবটের ক্ষেত্রে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না। তিনি বলেন, মানুষের উপর যেন রোবট দ্বারা আঘাত না আসে সেই বিষয়ে গবেষণা চলছে এবং তিনি আশা করেন এই গবেষণা সফল হবে। ফলে যুদ্ধক্ষেত্রে মানবিকতার যে বিষয়টি রয়েছে তার একটি ফলপ্রসূ সমাধান পাওয়া যাবে। অধ্যাপক শার্কি বলেন, এখন পিছিয়ে পড়ার সময় নয়। এখন আমাদের যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করার ক্ষেত্রে কাজ এগিয়ে নেওয়া উচিত।
ড্রোন এই আলোচনার প্রাসঙ্গিক বিষয় নয়। নভেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সভায় ড্রোনকে আলোচনায় রাখা হয়নি তবে ড্রোনের মাধ্যমেই আমরা ভবিষ্যতের স্বতঃস্ফূর্ত স্বয়ংক্রিয় মারণাস্ত্র ব্যবস্থার যাত্রা শুরু করি। বর্তমানে এই ব্যবস্থায় অনেক দেশেই গোয়েন্দা তৎপরতা এবং যুদ্ধ নিয়ন্ত্রিত হচ্ছে। ড্রোনেই এই রাজত্বে ইতোমধ্যে নাম লিখিয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তাদের তৈরি তারানিস ড্রোন এবং আমেরিকার তৈরি দার্পা বা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি কোন ধরনের মনুষ্য নিয়ন্ত্রণহীন ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতোমধ্যে এই কিলার রোবটের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। যদিও এর আগে তারা যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু তা ফলপ্রসূ হয়নি।
তথ্যসূত্রঃ বিবিসি