যে সকল কারণে সকালের নাস্তায় আমাদের ডিম খাওয়া উচিত

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সকালের কর্মব্যস্ত দিনে কাজে যোগদানের লক্ষ্যে ঘর থেকে বের হলেই হুটোহুটি আর দৌড়ঝাঁপে শরীরের অনেকটা পুষ্টি হারাতে হয়। এই হারানো পুষ্টির ঘাটতি দূর করতে সবচেয়ে বেশি কার্যকর হলো সকালের নাস্তায় ডিম খাওয়া।


কেন আপনি সকালের নাস্তায় ডিম খাবেন তার কতগুলো কারণ আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো। সকালের নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলে সারাদিনের শক্তি পাওয়া যায় এবং শরীর থাকে প্রাণবন্ত।

১. পুষ্টি ঘাটতি পূরণে ডিমের ভূমিকা

সকালের নাস্তায় আপনি একটি ডিম খেয়ে বের হবেন তা আপনার সারাদিনের কর্মব্যস্ততায় পুষ্টির ঘাটতি পূরণ করবে। কেননা ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং চর্বি। এটি আপনার পুষ্টির পরিমাণ স্বাভাবিক রাখবে। একটি সেদ্ধ ডিমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি। আর আমরা তো জানিই শরীরের হাড় গঠনে ভিটামিন ডি এর ভূমিকা।

২. ডিম হলো প্রোটিনের আধার

ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। মানে একটি ডিমে রয়েছে প্রচুর পরিমাণ অ্যামিনো এসিড। প্রোটিনের অ্যামিনো এসিড হলো পুষ্টির সবচেয়ে বড় ধারক। শরীরের মাংসপেশি গঠনের জন্য প্রোটিন একটি জরুরি খাদ্য উপাদান।

৩. ডিম তুলনামূলক কম ব্যয়বহুল

অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাদ্য অনেক বেশি ব্যয়বহুল। যেমন, লালমাংস একটি বড় ধরনের প্রোটিনসমৃদ্ধ খাবার। কিন্তু এটি অনেক ব্যয়বহুল। অপরদিকে ডিম হলো একটি ভালো প্রোটিনসমৃদ্ধ খাবারের মধ্যে কম ব্যয়বহুল। অথচ সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম শরীরে প্রায় ৬ গ্রাম প্রোটিন সরবরাহ করে।

Related Post

৪. ডিম শরীরের কোলেস্টরল বাড়ায় না

এটা সত্য যে, ডিমের প্রোটিনে কোলেস্টরল রয়েছে। প্রোটিন এবং কোলেস্টরল একে অপরের পরিপূরকও। কিন্তু সয়া তেলের কোলেস্টরলের চেয়ে ডিমের কোলেস্টরল কম ক্ষতিকারক কেননা ডিমের কোলেস্টরল শরীরের মধ্যে আলাদা চর্বি সৃষ্টি করে না। ডিমের এই চর্বিগুলো স্যাচুরেটেড চর্বি ফলে তা রক্তের কোলেস্টরলের পরিমাণ কমিয়ে ফেলে। একটি সেদ্ধ ডিমের দুই তৃতীয়াংশই এধরণের উপকারী ফ্যাট দিয়ে গঠিত হয়ে থাকে।

৫. ডিম মস্তিষ্কের স্মৃতি ধারণে সাহায্য করে

কোলেন নামক একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে ডিমের মধ্যে যা স্বতঃস্ফূর্তভাবে মস্তিষ্কের বুদ্ধি গঠনে সাহায্য করে। ডিম তাই মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে।

৬. ডিম দৃষ্টিশক্তি বাড়ায়

দুই ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লিউটিন এবং জায়াজেন্থিন। এই অ্যান্টিঅক্সিডেন্ট দুটি চোখকে আল্ট্রাভায়োলেট রশ্নির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। ফলে দৃষ্টিশক্তির কোন ধরণের সমস্যা থাকে না। এছাড়া ডিমের মাইক্রোঅক্সিডেন্ট শরীরের ভিটামিন এ কে কার্যকর করে ফলে তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।

সকালে কাজে বের হওয়ার সময় আপনার হাতে যদি যথেষ্ট সময় না থাকে একটি ডিমকে তেলে ভেঁজে খাওয়ার তবে আপনি কিছু পন্থা অবলম্বন করতে পারেন। তারমধ্যে রয়েছে সিদ্ধ ডিম খাওয়া, কিংবা ডিমকে ভেঙ্গে মাইক্রোওয়েভ ওভেনে একটি কাপে এক মিনিট তাপ দিন। এভাবেই আপনি সহজে সকালের নাস্তায় ডিম খেতে পারেন। একটি ডিমে রয়েছে ৮০ ক্যালরি পুষ্টি উপাদান। যার প্রায় ৬০ শতাংশই আসে ডিমের চর্বি অংশ থেকে।

তথ্যসূত্রঃ লাইফহ্যাক

This post was last modified on জানুয়ারী ২৯, ২০২৪ 11:05 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

গরমে ছোট-বড় সকলেই ডায়ারিয়ার শিকার হলে কী করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘেমেনেয়ে ঠাণ্ডা পানীয়তে চুমুক দেওয়া কিংবা খাওয়াদাওয়ার…

% দিন আগে

ল্যাপটপের ক্যামেরা হ্যাক হয়েছে কি-না কীভাবে বুঝবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে প্রযুক্তিনির্ভর জীবনে ল্যাপটপ একটি অত্যাবশ্যকীয় ডিভাইস। পড়াশোনা, অফিসের কাজ…

% দিন আগে

ব্যথা-বেদনা সারাতে একটি বিশেষ তেলের কথা বলেছেন গবেষকরা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গবেষকরা বলেছেন, ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের মতোই কাজ করবে এই তেলটি।…

% দিন আগে

যৌন হেনস্তার মামলায় ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’…

% দিন আগে

রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে ইসরায়েল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল। সেই…

% দিন আগে

কুকুরকে দামি জুতো পরিয়ে প্রাতর্ভ্রমণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি বেরিয়েছেন প্রাতর্ভ্রমণে। সঙ্গে…

% দিন আগে