দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুক আই-ফোন ব্যবহারকারীদের জন্য যুক্ত করেছে নতুন কিছু ফিচার, যেন তারা কখন কি করছে তা তারা আরো বেশি শেয়ার করে তাদের বন্ধুদের সাথে। গত বুধবার ফেসবুক তাদের অ্যাপল আইওএস এর আপডেট সংস্করণে এই নতুন ফিচারটি যুক্ত করেছে।
নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন পোস্টগুলো বিভিন্ন স্থানথেকে একই সাথে কয়েকজন বন্ধুর সাথে শেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা একটি মুভি দেখার সময় কিংবা কোথাও ভ্রমণ করার সময় কখন কোথায় কি দেখছে তা একই সাথে তার সকল বন্ধুদের জানিয়ে দিতে পারবে। ফলে একই সময়ে সে মুভিটি যেসব বন্ধু দেখছে কিংবা যেসব জায়গায় যাচ্ছে তার আলাদা আলাদা অনুভূতি প্রকাশিত হবে। সারফেস কার্ডস নামের নতুন এই ফিচারটি বন্ধুদের পোস্টগুলো নিউজ ফিডের সাথে একই সাথে প্রকাশিত হবে।
নতুন এই অ্যাপসটি কিভাবে কাজ করে তা জেনে নিনঃ মনে করা যাক আপনি একটি রেস্টুরেন্ট খুঁজছেন এই অ্যাপসটি সাথে সাথে আপনাকে জানাবে আপনার আর কোন বন্ধুরা একই সময়ে এই রেস্টুরেন্টটি খুজছে এবং কোন কোন বন্ধুরা এই রেস্টুরেন্টে আছে কিংবা গিয়েছে। ফলে সেই রেস্টুরেন্টটি খুজে পেতে আপনার তেমন বেগ পেতে হবে না। ঠিক তেমন ভাবে ব্যবহারকারী যদি একটি গান শুনে থাকেন বা খুজেন কিংবা একটি বই পড়ে থাকেন কিংবা খুজেন তবে এই অ্যাপসটি ব্যবহারকারীকে জানাবে কারা ইতোমধ্যে এই বইটি পড়েছে কিংবা এই গানটি শুনেছে। তারা কি মন্তব্য করছে এটি সম্পর্কে তাও জানতে পারবেন।
ফেসবুক মনে করে সারফেস কার্ড নামক এই অ্যাপসটি ব্যবহারকারীদের অনেক কাজে লাগবে এবং তাদের নিকটবর্তী বন্ধুদের মধ্যে যোগাযোগের মাত্রা আরো বাড়াবে। সারফেস অ্যাপসটি বর্তমানে শুধুমাত্র অ্যাপল আইফোনেই পাওয়া যাচ্ছে। তবে ফেসবুক বলছে তারা খুব শীঘ্রই অ্যাপসটি অ্যান্ড্রয়েড জেলিবিন সংস্করণের জন্য আনবে।
তথ্যসূত্রঃ ম্যাশেবল