দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার তাহসানের এক্স গার্লফ্রেন্ড চরিত্রে অভিনয় করছেন লাক্স সুপারস্টার এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। ইমরাউল রাফাতের একটি নাটকে মিম এই চরিত্রে কণ্ঠশিল্পী তাহসানের বিপরীতে অভিনয় করছেন।
ইমরাউল রাফাতের এই নাটকের নাম এক্স গার্লফ্রেন্ড। নাটকের এই শিরোনাম চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। কণ্ঠশিল্পী তাহসানের সাথে মীমের এটি প্রথম কাজ।
নাটকের এই চরিত্র সম্পর্কে বলতে গিয়ে মীম বলেন, অনেকদিন পর আবার নাটকে অভিনয় করছি। আর তাহসান ভাইয়ের সাথে এই প্রথম অভিনয় করে খুব ভালো লাগলো। মীম ইতোমধ্যে তাহসানের সাথে আরো একটি নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন। সেই নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। ইমরাউল রাফাতের এই নাটকটি আগামী ঈদে একটি বেসরকারী চ্যানেলে প্রচার করা হবে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বর্তমানে চলচ্চিত্র জগতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি অভিনেতা আরেফিন শুভর সাথে অভিনীত তার একটি ছবি ‘তারকাটা’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এছাড়া ড্রিমগার্ল নামে আরেকটি চলচ্চিত্রে তিনি ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।