দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে ১৫ বছর বয়সের ছাত্র নাথান হান। ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার জন্য মিউটেশন জীনের নির্ধারক হিসেবে একটি সফটওয়্যার তৈরি করেছে এই ছাত্রটি।
ইন্টেলের বরাত দিয়ে জানা যায় যে, ইন্টারন্যাশনাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার প্রতিবছর আয়োজন করে থাকে ইন্টেল কোম্পানী। একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান প্রতিযোগিতা। প্রতিবছর সারাবিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় ৭ মিলিয়ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় তাদের নিজেদের মৌলিক আবিষ্কার নিয়ে এখানে অংশগ্রহণ করে থাকে। এর মধ্য থেকে খুব সামান্য প্রতিযোগী এই প্রতিযোগিতায় ফাইনাল পর্বের জন্য সিলেক্টেড হয়ে থাকে।
নাথান হান এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যে, এই সফটওয়্যার পাবলিক ডাটাবেজ থেকে ডেটা সংগ্রহ করবে। তারপর তা টিউমার রোগের জন্য দায়ী জীনের মিউটেশনের বৈশিষ্ট্যপূর্ণ অবস্থার সাথে মিলিয়ে সনাক্ত করবে এবং দেখাবে রোগীর ক্যান্সার হয়েছে কিনা। অর্থাৎ সহজ ভাষায় হানের এই সফটওয়্যারের মাধ্যমে ক্যান্সার রোগ সনাক্ত করা যাবে। তার এই আবিষ্কারের জন্য এই বছরের আইইএসএফ এর গর্ডন.ই.মোর পুরস্কারে ভূষিত করে ইন্টেল। এই প্রাইজের আর্থিক মূল্য ৭৫০০০ মার্কিন ডলার।
ইন্টেল ইয়ং ফাউন্ডেশন ফর সায়েন্টিস্ট এর সহযোগিতায় এই বিজ্ঞান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং এর মেলাটি আয়োজন করা হয়। প্রায় একসপ্তাহব্যাপী সারাবিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা তাদের মৌলিক গবেষণার বিষয়গুলো তুলে ধরেন। এই বছর প্রায় ১৭০০ শিক্ষার্থী তাদের গবেষণা কর্মগুলো প্রদর্শিত করেন। সেখান থেকে ৫০০ শিক্ষার্থির গবেষণা কাজকে ফাইনাল পর্বের জন্য সিলেক্ট করা হয়। প্রায় ১৭টি ক্যাটাগরিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ পুরুস্কার দেওয়া হয়। এই মৌলিক গবেষণাগুলো ১২০০ বিজ্ঞানী দ্বারা পরীক্ষা করা হয়ে থাকে।
তথ্যসূত্রঃ টেকজার্নাল