দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ নিয়ে ইতিমধ্যেই সমগ্র বিশ্বে মাতামাতি শুরু হয়ে গেছে। এমন কি এবারের বিশ্বকাপে ইউরোপের দলগুলো কেমন কি করতে পারবে সে হিসাব-নিকাশও শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এবারের বিশ্বকাপে ইউরোপের কোনো দলই সুবিধা করতে পারবে না। আসলেও কি তাই? এ প্রশ্ন রয়েই যাচ্ছে।
স্পেন কি করবে তারা কি ধরে রাখতে পারবে শিরোপা? প্রতিশ্রুতি দিয়ে মশাল জ্বালানো জার্মানির তরুণ তুর্কিরা কি পারবে প্রাপ্য শিরোপাটা জিতে নিতে? হিসাব-নিকাশ পাল্টে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরবে ইতালি? ইতিহাসের দোহায় দিয়ে অনেকেই স্পেন-জার্মানি-ইতালিদের বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন। এর কারণ হলো ইতিহাস বলে, আমেরিকা মহাদেশে আয়োজিত বিশ্বকাপে কখনই শিরোপা জিততে পারেনি ইউরোপের কোনো দল!
তাহলে কি ধরে নিতে হবে আটলান্টিক মহাসাগর সত্যিই একটা বিশাল বাধা? ইউরোপের দেশগুলোর জন্য। কারণ ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে অনেক কথায় বাস্তবতার সঙ্গে মিল না থাকলেও শেষ তক সত্যি হয়। এবারকার বিশ্বকাপেও কি একই চিত্র দেখা যাবে? এ প্রশ্ন এখন অনেকের মনেই। যদিও এসব আশঙ্কার কথা শেষ কালেই বোঝা যাবে।
অবশ্য একটি মজার ব্যাপার হলো, ইউরোপের বিশ্বকাপগুলোতেও আমেরিকার দলগুলোর সফলতার সেরকম কোনো নজির নেই। মাত্র একবারই শিরোপা জিতেছিল ব্রাজিল তা্ও ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে!
উত্তর এবং দক্ষিণ মিলিয়ে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হয়েছে মোট ৭টি বিশ্বকাপ। প্রতিবারই একইভাবে ব্যর্থ হতে হয়েছে ইউরোপিয়ান দেশগুলোকে! ৫টি আসরে অবশ্য ফাইনাল পর্যন্ত গিযেছে কিন্ শিরোপা জয়ের স্বাদ পায়নি ইতালি, হল্যান্ড বা জার্মানি কেওই। এবারও কি সেই একই ধরনের ব্যর্থতার বৃত্ত রচিত হবে? সঙ্গত কারণেই এমন প্রশ্ন সকলের মধ্যে। বাকিটা বোঝা যাবে বাস্তবে খেলা হওয়ার পর। আর এখন সে অপেক্ষা করা ছাড়া কোনো পথ নেই। সময়ই বলে দেবে সবকিছু।