দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনকে দিন ল্যাপটপের প্রযুক্তি এবং নকশার অনেক পরিবর্তন হচ্ছে। তার সাথে সাথে কমছে বাড়ছে ল্যাপটপের বাজেট। তাই পরিবর্তনশীল এই ল্যাপটপের বাজারে ল্যাপটপ ক্রয়ের সময় কতগুলো দিক অবশ্যই বিবেচনা করা উচিত। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য সেই দিকগুলো তুলে ধরবো।
১. স্পর্শকাতর পর্দা
বর্তমান ল্যাপটপের বাজারে এমন অনেক ধরনের ল্যাপটপ আছে যেগুলোতে আপনি একই সাথে টাচ এবং কীবোর্ডেও কাজ করতে পারবেন। উইন্ডোজ ৮ কিংবা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপগুলোতে এই সকল সুবিধা পাওয়া যায়। এছাড়া এমনও কিছু ল্যাপটপ রয়েছে যেখানে একইসাথে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলে। এই ধরনের টাচ সমৃদ্ধ ল্যাপটপগুলো আপনি পেতে পারেন ৩৫০০০ টাকা থেকে শুরু করে আরো বেশি দামে।
২. ওজন এবং নকশা
যদি আপনি অনেক বেশি ভ্রমণ করে থাকেন তবে আপনার প্রয়োজন একটি হালকা ওজনের ল্যাপটপ এবং একটু ছোট স্ক্রিনের ল্যাপটপ। ১২ কিংবা ১৩ ইঞ্চির ল্যাপটপগুলোর ব্যাটারী লাইফ অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। ভ্রমণের সময় এটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তবে আপনার প্রয়োজন বড় স্ক্রিনের ল্যাপটপ। কেননা বড় স্ক্রিনের ল্যাপটপগুলোতে কাজ করতে সুবিধা।
৩. স্টোরেজ ক্ষমতা
ল্যাপটপ কেনার পূর্বে এখন প্রায় সকলেরই এই বিষয়টি সম্পর্কে অবহিত থাকেন। আপনার ক্রয়কৃত ল্যাপটপটির হার্ডডিস্ক কত স্টোরেজ ক্ষমতার তা জেনে নিতে ভুল করবেন না। এই ক্ষেত্রে যত বেশি স্টোরেজের হার্ডডিস্ক ক্রয় করা যায় ততই ভালো হয়।
৪. অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যতটা নতুন সংস্করণ নেওয়া যায় তাই নেওয়া উচিত কেননা কোম্পানিগুলো তাদের নতুন সংস্করণের ক্ষেত্রে ব্যবহারকারীদের যতটা সুযোগ সুবিধা দিয়ে থাকে পুরাতন সংস্করণের জন্য ততটা দেয় না। এছাড়া অনেকে রয়েছেন যারা কেনার সময় অপারেটিং সিস্টেম লোড করে নেন না এতে করে কিছুটা অর্থ বেছে যাবে বলে, এটি না করে ওএস লোড করে নেওয়া ভালো সেক্ষেত্রে আপনি আপনার ক্রয়কৃত দোকানের একটি ওয়ারেন্টি পাবেন।
৫. ল্যাপটপের ফিচার
এই বিষয়টি এখন প্রায় সকলেই অবগত থাকেন। ব্যবহারকারীরা ল্যাপটপের ফিচারগুলো আগে থেকেই জেনে নেন। তবে এইক্ষেত্রে কয়েকটি বিষয় জেনে রাখা ভালো তা হলো গেমিং এর ক্ষেত্রে এএমডি প্রসেসরগুলো বেশ কার্যকর। কেননা তারা গেমিং কনসোল প্রসেসর তৈরি করে থাকে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তবে গ্রাফিক্স কার্ডের ক্ষমতা সম্পর্কে জেনে নিবেন। ইন্টেলের প্রসেসরগুলো গ্রাফিক ডিজাইনের জন্য বেশ কার্যকর।
তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া