দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিখ্যাত কুমির শিকারী এবং অস্ট্রেলিয়ান প্রকৃতিবিজ্ঞানী স্টিভ আরউইনের কথা মনে আছে? ২০০৬ সালে তিনি স্টিং রে মাছ নিয়ে একটি ডকুমেন্টারী করার সময় স্টিং রের আঘাতে মারা যান। তার শেষ মুহূর্তের সেই শুটিং এর একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
তার শেষ মুহূর্তের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি একটি ডিঙ্গি নৌকার উপর দাঁড়িয়ে শুটিং একটি মুহূর্তকে সঠিকভাবে ধারণ করার জন্য ওকে বলছেন তার সহকর্মীদের। এর কিছুক্ষণ পরই একটি আট ফুট লম্বা স্টিং রের আঘাতে তিনি মারা যান। ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যরিয়ার রীফে শুটিং এর সময় এই বিখ্যাত প্রকৃতিবিজ্ঞানী মারা যান। ব্রিটিশ টুরিস্ট স্টিফেন হিল দুর্ঘটনাক্রমে সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তার প্রিয় তারকার মৃত্যু দেখেন। এরপর থেকে প্রায় সময়ে তিনি দুঃস্বপ্ন দেখেন।
স্টিভ আরউইন বিভিন্ন ভয়ংকর প্রাণীর একেবারে কাছ থেকে সাক্ষাৎ এবং তাদের ভিডিও ধারণের জন্য বিখ্যাত হয়ে পড়েন। আরউইন অনেকবারই শুটিঙের সময় স্টিং রের আক্রমণের শিকার হয়েছেন। আরউইনের পরিবার তার শেষ মুহূর্তের সকল ফুটেজ নষ্ট করে ফেলেন। কিন্তু একটি ফুটেজ রয়ে গিয়েছিল সেই ব্রিটিশ টুরিস্ট স্টিফেন হিলের কাছে। ৩০ বছর বয়স্ক স্টিফেন হিল একটি লন্ডন বেজড কোম্পানীর ফাইন্যানশিয়াল ম্যানেজার।
তিনি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন স্টিভ আরইউনের শেষ মুহূর্তের সকল ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। তখন তিনি বুঝতে পারেন তার কাছে থাকা ভিডিও ফুটেজটি একমাত্র স্টিভ আরউইনের শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ। তিনি বলেন, আরউইন সেদিন বেশ হাসিখুশি ছিলেন। আমি তার সাথে তার জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্তের কথা জানতে চাই। তিনি বেশ উৎফুল্লভাবেই তা প্রকাশ করেন। স্টিফেন বলেন, তারা সেদিন সম্ভবত স্টিং রে নিয়ে কোন একটা ডকুমেন্টারী তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল। তার মধ্যে আরউইন দুর্ভাগ্যবসত একটি স্টিং রের আক্রমণের শিকার হন। স্টিং রেটি তার লেজের ছুরিটি আরউইনের বুকের ভেতর বিঁধিয়ে দেয়। তার শেষ মুহূর্তের কথা ছিল ‘আমি মারা যাচ্ছি’।
ভিডিও দেখুনঃ
http://youtu.be/ItRZdSZ0SJc
তথ্যসূত্রঃ ডেইলিমেইল