The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ব্র্যান্ড ফোনের বাজার ধরতে আসছে ওয়ান প্লাস: চার ভাগের এক ভাগ দামে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ স্যামসাং গ্যালাক্সি এবং ব্রেন্ড ফোন কোম্পানীর স্মার্টফোন সমূহে ক্রেতারা ভালোমানের হার্ডওয়্যার ও সফটওয়্যার পেয়ে থাকেন ফলে এসব ডিভাইসের দাম একটু বেশি হয়ে থাকে। এবার নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ওয়ান প্লাস অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন ডিভাইস নিয়ে আসছে যার মান দামি স্মার্টফোন সমূহের মতই তবে দাম ধরা হবে চার ভাগের এক ভাগ মাত্র!


OnePlus-One

ওয়ান এর নতুন স্মার্টফোনের নাম দেয়া হয়েছে ওয়ান প্লাস, তবে অনেকেই একে ডাকা শুরু করেছেন ওয়ান প্লাস ওয়ান নামে। এতে রয়েছে দুর্দান্ত হার্ডওয়্যার কনফিগারেশান যা সাধারণত বাজারের দামি ব্র্যান্ডের স্মার্টফোন সমূহে দেয়া থাকে। কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে প্রিমিয়াম স্মার্টফোনগুলোর সিগনেচার হার্ডওয়্যার ও সফটওয়্যারই ব্যবহার করা হয়েছে তাদের স্মার্টফোনে তবে তারা উচ্চ মুনাফা না করে ব্যবহারকারীদের হাতের নাগালে ভালো মানের স্মার্টফোন পৌঁছে দিতে চান বলেই এমন উদ্যোগ।

জেনে নিনঃ আসছে গ্যালাক্সি নোট-৪ : রিলিজ ডেট, স্পেসিফিকেশন, মূল্য

OnePlusOne-HandsOn-06-623-80

স্মার্টফোন কোম্পানী ওয়ান তাদের নতুন ওয়ান প্লাস স্মার্টফোন দিয়ে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাচ্ছে স্যামসাং, এইচটিসি সহ দামি ব্র্যান্ড সমূহকে। ইতিমধ্যে অনেক প্রযুক্তি বিশ্লেষক মনে করছেন, ওয়ান প্লাস বাজারে এলেই অন্যান্য কোম্পানীসমূহের স্মার্টফোনের মূল্য আবার নতুন করে নির্ধারণ করতে হবে। কারণ মানুষ সাশ্রয়ী মূল্য দিয়ে একই মানের জিনিস পেলে দাম দিয়ে শুধু ব্র্যান্ড কিনবেনা।

আরও জানুনঃনকিয়ার কম দামের ভালো কনফিগারেশনের Lumia 630 স্মার্টফোন [রিভিউ]

OLYMPUS DIGITAL CAMERA

চলুন জেনে নিই কি কি থাকছে ওয়ান প্লাসেঃ

ডিসপ্লেঃ ৫.৫-ইঞ্চি, ১৯২০ বাই ১০৮০ ডিসপ্লে, পুরুত্ব মাত্র ০.৩৫ ইঞ্চি,

ইন্টারনাল স্টোরেজঃ ১৬ গিগাবাইট স্টোরেজ

প্রসেসরঃ কোয়াড-কোর ২.৫ গিগাহার্টজ প্রসেসর

র‍্যামঃ তিন গিগাবাইট র‍্যাম

ক্যামেরাঃ রেয়ার ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল হাই-ডেফিনেশান ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

OnePlus-One-hands-on-wm_08-640x480

অপারেটিং সিস্টেমঃ কিটকেট, আপডেটেবল

নেটওয়ার্ক হিসেবে পাচ্ছেন: ২জি, ৩জি, ৪জি ব্যবহারের সুবিধা।

আইকন, থিম, লক স্ক্রিণ, নোটিফিকেশন/স্ট্যাটাস বার, হোমস্ক্রিণসহ প্রায় সব কিছুই ব্যবহারকারী ইচ্ছামতো পরিবর্তন করে নিজের মত সাজাতে পারবেন।

দেখে নিনঃ মটোরোলা নিয়ে এলো নতুন স্বল্পমূল্যের স্মার্টফোন মটো-ই

OnePlusOne-HandsOn-15-420-90

ভিডিওতে দেখুনঃ

এত এত সুবিধা দেয়ার পরেও এর দাম ধরা হয়েছে মাত্র ২৩ হাজার ২০০ টাকা। অথচ একই মানের স্যামসাং গ্যালাক্সি এস৪ এর বাজার মূল্য ৬০ হাজারের কাছাকাছি! অনেক প্রযুক্তি বিশ্লেষক এখন অপেক্ষা করছেন ওয়ান প্লাস ওয়ান বাজারে আসা পর্যন্ত।

oneplus-one-4-720x480

অনেকেই মনে করছেন, দামি ব্র্যান্ডের বাজারে দারুণভাবে প্রভাব ফেলবে এই স্মার্টফোন। এটি বাজারে আসার সম্ভাব্য তারিখ ২০১৪ এর দ্বিতীয় কোয়াটার! অর্থাৎ এই মাস থেকেই দেখা যেতে পারে এই ব্র্যান্ড কিলার স্মার্টফোন।

সূত্রঃ দি টেক ক্রাঞ্চ | জিএসএম এরিনা | গিক

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali