দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষ স্থানীয় অনলাইনে কেনা বেচার ক্লাসিফায়েড মার্কেট প্লেস সেলবাজারের নাম এবং ওয়েব সাইট উভয়ই পরিবর্তিত হয়ে গেছে। সেলবাজার ডটকমের নাম বদলে হয়েছে এখানেই ডটকম।
টিভি এবং প্রিন্ট মিডিয়াতে সেল বাজারের নামে নানান বিজ্ঞাপন দেখে আসলেও এখন থেকে তা আর দেখা যাবেনা। সেল বাজার দারুণ জনপ্রিয়তা পেলেও হঠাত এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। অনলাইনে নতুন নামে নতুন ডিজাইনে সেজেছে সাবেক সেলবাজার।
মঙ্গলবার ভোর থেকে ‘এখানেই ডটকম’ নামে কার্যক্রম শুরু করেছে সাবেক সেলবাজার নামের প্রতিষ্ঠানটি। নতুন নামে তাদের স্লোগানও পরিবর্তন করা হয়েছে। নতুন স্লোগান ‘বেচাকেনা হরদম এখানেই ডটকম।’
এর আগে বর্তমান এখানেই ডটকম এর ফেসবুক পেইজে ঘোষণা দেয়া হয়েছিল তারা মঙ্গলবার থেকেই আগের সেলবাজার নাম পরিবর্তন করে এখানেই নিয়ে আসতে যাচ্ছে। সেলবাজার ডটকম সাইটটিতে গেলে এখানেই ডটকম খুলছে। সেখানে পপ-আপ উইন্ডোর মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অরিল ক্লোক্কেরহোগকে মোবাইলে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে কাজ চলছিল।
উল্লেখ্য, ২০০৬ সালে মোবাইল ফোন থেকে পণ্য কেনাবেচার সেবা হিসেবে সেলবাজার প্রতিষ্ঠিত হয়। তবে, প্রতিষ্ঠার চার বছরের মাথায় ২০১০ সালে প্রতিষ্ঠানটি কিনে নেয় টেলিনর।