দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিটিএইচ বা ডিরেক্ট-টু-হোম প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বসেই একজন গ্রাহক দেশী বিদেশী সকল টিভি চ্যানেল দেখতে পাবেন, আর এটি সম্ভব হবে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর সরাসরি নিয়ন্ত্রণে।
এতদিন একজন গ্রাহক ক্যাবল সংযোগ নিয়ে অপারেটরদের ইচ্ছে মতই ডিশ লাইনে বিভিন্ন চ্যানেল দেখতেন। তবে সেই ব্যবস্থার পরিবর্তন আসতে যাচ্ছে এবার। এখন থেকে একজন গ্রাহক চাইলে নিজের পছন্দ মত টিভি চ্যানেল নির্ধারণ করে দেখতে পাবেন টিভিতে। এর ফলে বাড়তি অর্থ ব্যয় কমে যাবে। ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) প্রযুক্তির মাধ্যমে নেয়া সংযোগের ক্ষেত্রে ছবি এবং শব্দ আগের ক্যাবল সংযোগ থেকে অনেক বেশি উন্নত হবে।
এদিকে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন। ২০১৪ সালের শেষের দিকে তারা এই প্রযুক্তির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবেন। প্রতি বছর চার লাখ নতুন গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। তবে যাত্রা শুরুর প্রথম বছরেই তিন লাখ গ্রাহক এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের সাথে টেকনিক্যাল সহায়তার জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়ান জিএস কোম্পানি। রাশিয়ান জিএস কোম্পানি মূলত ডিরেক্ট-টু-হোম প্রযুক্তি নিয়েই কাজ করছে বেশ কয়েক বছর।
নতুন এই প্রযুক্তিতে একজন গ্রাহককে ক্যাবল ছাড়াই ডিশ টিভির সংযোগ নিতে হলে সম্প্রচার কোম্পানি থেকে একটি ডিশ ও রিসিভার সেট গ্রহণ করতে হবে। যা, ওই ডিশের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করে রিসিভিং সেটের সাহায্যে বিভিন্ন চ্যানেল টেলিভিশন সেটে দেখা যাবে। এভাবে গ্রাহক তার কাঙ্ক্ষিত চ্যানেলগুলো দেখতে পারবেন। ডিটিএইচ প্রযুক্তিতে সিগন্যাল ব্রেক হবে না।