দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ থেকে দেশের বাজারে আরেক ধাপে স্বর্ণের দাম কমতে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন বা বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ভরি প্রতি স্বর্ণের দাম ১১৬৬ টাকা কমে গিয়ে বর্তমান বাজারে এর দাম হবে ৪৭ হাজার ২৩৯ টাকা।
বাজুসের বরাত দিয়ে আরো জানা যায় যে, রুপার দাম প্রতি ভরিতে ১১৭ টাকা কমে বর্তমান বাজারে দাঁড়াবে ১১৬৬ টাকা। বাজুস জানায়, রোববার প্রথম কার্যদিবস থেকে এই দাম কার্যকর করা হবে। শনিবার একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাংলাদেশ জুয়েলারী সমিতি এই সিদ্ধান্তের কথা জানায়। বাজুস বলেছে, তাদের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কমানোর বিষয়ে প্রশ্ন করা হলে, বাজুসের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের দর পতনের কারণে দেশের বাজারে দর সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক দর পতনের প্রভাবে দেশের বাজারে স্বর্ণ বিক্রির পরিমাণ কমে গিয়েছিল।
আন্তর্জাতিক বাজারের অব্যাহত দরপতনের ভিত্তিতে গত বছরের সেপ্টেম্বরে বাজুস বাংলাদেশের বাজারে একধাপে স্বর্ণের দাম কমায়। তখন প্রতিভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ৪৯ হাজার ৫৯২ টাকা। নতুন দর অনুযায়ী প্রতিভরি বা ১১.৬৬৮ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৪৭ হাজার ২৩৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৪৫ হাজার ৮১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৩৮ হাজার ৬০৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতি অনুযায়ী স্বর্ণের দাম কমে প্রতিভরিতে হয়েছে ২৬ হাজার ২৪৪ টাকা। প্রতিভরি ২১ ক্যারেটের ক্যাডমিয়াম রুপার দাম ১১৬৬ টাকা।
কিন্তু শনিবার প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪০৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২৪৭ টাকা আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা। বাংলাদেশ জুয়েলারী সমিতি মনে করে এই দরপতনের ফলে স্বর্ণ বিক্রির হার বাড়বে।