The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

রহস্যময় সব ডুবন্ত শহর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুগে যুগে অনেক বিখ্যাত শহর ধ্বংস হয়েছে, কতগুলো হারিয়ে গেছে সাগরের অতলে। ইতিহাসের পাতায় থাকলেও পানির নিচে ডুবে থাকা শহরগুলো অনেকের অপরিচিত। ভারতের শোর মন্দির থেকে শুরু করে আটলান্টিসের মত শহর তলিয়ে গেছে নোনা পানির নিচে। আটলান্টিস খুঁজে পাওয়া না গেলেও সাগরের নিচে অন্য অনেক শহর ডুব দিয়ে রয়েছে যা অভিভূত করবে সবাইকে।

we4Md

ডায়ান রাজ্যঃ
২০০১ সালে একদল প্রত্নতত্ত্ববিদ চীনের ফুক্সিয়ান হ্রদের তলদেশে ডুবন্ত কতগুলো স্থাপনা আবিষ্কার করেন। খাড়া দেয়াল, টালি পাথর দিয়ে বাঁধানো রাস্তা সহ পুরো একটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

lake-e1375639438912

প্রায় ৬.৫ কিলোমিটার জুড়ে স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওখানকার স্থানীয় লোকজন এই স্থাপনা অনেক আগে থেকেই নাকি দেখে আসছিল। এটি নিয়ে অনেক লোককথা প্রচলিত ছিল। পরীক্ষা করে জানা গেছে, এটি ডায়ান রাজ্যের অংশ এবং প্রায় ১,৭৫০ বছরের পুরনো। ধারনা করা হচ্ছে, শহরের একটি অংশ ভেঙ্গে হ্রদে পড়ে গেছে।

ইডিয়ামঃ
জার্মানির উত্তরপশ্চিমে ওয়াডেন সাগরে ডুবে আছে ইডিয়াম। ১৩০০ শতাব্দীর কোন এক সময়ে এটি নির্মাণ করা হয়েছিল। তারপর থেকে বারংবার নির্মাণ করা হলেও সাগরের তাণ্ডবে টিকতে পারেনি শহরটি। ১৪৩৬ সালে এটি সাগরে ডুবে যায়। এখনও পানির উপর থেকে ঝাপসা দেখা মিলে ইডিয়ামের।

wadden-e1375644949981

পোর্ট রয়ালঃ
জ্যামাইকার সমুদ্র উপকূলীয় শহর ছিল পোর্ট রয়াল। অত্যন্ত খারাপ হিসেবে এর কুখ্যাতি ছিল। এখানটায় জলদস্যুদের অভয়ারণ্য ছিল। এমন কোন খারাপ কাজ নেই যা এখানে হত না। বিধাতার ইশারায় কিনা নিশ্চিত নই, তবে ১৬৯২ সালে ৭.৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে পুরোপুরি তলিয়ে যায় শহরটি।

dJ0N37I

ইয়োনাগুনি-জিমাঃ
সঠিক ইতিহাস বা শহরের নমুনা না থাকলেও জাপানের উপকূলের কাছে পিরামিডসহ বেশ কিছু স্থাপনা সাগরে ডুবে রয়েছে। এই স্থাপনাগুলো আঞ্চলিক ভাবে ইয়োনাগুনি নামে পরিচিত। এগুলোর বিশেষত্ব হল, মানুষের তৈরি কিনা তা এখনও নিশ্চিত হতে পারছে না গবেষকেরা। তবে সাগরের তলদেশ থেকে প্রায় ২৫০ মিটার উঁচু স্তম্ভগুলো দেখলে বিস্মিত হতে হয়।

jQtPIYi

প্রাচীন দ্বারকাঃ
২০০০ সালে ভারতে আবিষ্কার করা হয় দ্বারকা। ধারনা করা হয়, এটি দেবতা কৃষ্ণের প্রাচীন শহর। পুরাকাহিনী অনুযায়ী, কৃষ্ণের ছিলো এমন এক বিশাল শহর যাতে স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি ৭০ হাজার প্রাসাদ। কৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা শহর তলিয়ে যায় সাগরে। আবিষ্কৃত শহরটি বর্তমান দ্বারকা শহর থেকে ১৩১ ফুট নিচে। ডুবন্ত এই শহরের বিভিন্ন নিদর্শন খ্রিষ্টপূর্ব ৭৫০০ সালের। তাই কৃষ্ণের শহরের ধারণা আরো প্রতিষ্ঠিত হয়।

QiRABdu

ক্লিওপেট্রার প্রাসাদঃ
মিশরের আলেক্সান্দ্রিয়ায় খুঁজে পাওয়া গেছে রানি ক্লিওপেট্রার প্রাসাদ। এটি প্রায় দেড় হাজার বছর আগে এক ভূমিকম্পে হারিয়ে গিয়েছিল। রহস্যজনক এই রানির রহস্যজনক প্রাসাদের সাথে পাওয়া গেছে দেবী আইসিসের মন্দিরসহ ১৪০টি স্থাপনা।

tumblr_lrhhufjTVu1qzo0guo1_500

লায়ন সিটিঃ
প্রায় ৬২ টি ফুটবল মাঠের সমান বিস্তৃত এক নগরী ডুবে আছে পানির তলে। যাতে রয়েছে অসাধারণ সব স্থাপনা। এটি হচ্ছে চীনের লায়ন সিটি। ১৯৫০ সালে ইচ্ছাকৃতভাবে ইহা ডুবিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য বাঁধ নির্মাণ। তবে লায়ন সিটি ইদানিং চায়নার অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট হয়ে উঠছে।

CGr839H

এই অজানা রহস্য ঘেরা শহর আর স্থাপনাগুলো প্রাচীনকালের ইতিহাস বর্ণনা করে। স্থল থেকে হারিয়ে এগুলো জলে জায়গা করে নিয়েছে। হয়ত কোন একদিন আবারো উঠে আসবে আর বলবে অজানা কোন এক কাহিনী।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali