দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাচীনকালে চিকিৎসকরা নাকি হাতের নখ দেখে স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করতে পারতেন। সেই অনুসারে তারা রোগীদের পথ্য দিতেন। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য হাতের নখ দেখে রোগ নির্ণয়ের কতগুলো দিক তুলে ধরবো।
১. আঙুলের মাংস থেকে নখ পৃথক হয়ে আসা
কখনো যদি এমন হয় যে, নখ হাতের মাংসের থেকে আলাদা হয়ে আসছে তবে তা মারাত্মক কোন রোগের লক্ষণ চিহ্নিত করছে। এই ক্ষেত্রে থাইরয়েড সংক্রান্ত কোন রোগ, শরীরে মারাত্মক জীবাণুর আক্রমণ, সোরিয়াসিস রোগের লক্ষণ প্রকাশ করে এটি। তাছাড়া মাদকসেবীদের মাদকাসক্ততার পরিমাণও বোঝা যায় এই হাতের মাংস থেকে নখ পৃথক হয়ে যাওয়ার মাধ্যমে।
২. নখ হলুদ হয়ে যাওয়া
নখ তার স্বাভাবিক রঙ হারিয়ে হলুদ হয়ে গেলে, নখের উজ্জ্বলতা কমে গেলে কিংবা নখের স্বাভাবিক বৃদ্ধি হ্রাস পেলে এই ক্ষেত্রে বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পায়। এই ক্ষেত্রে জণ্ডিস, ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ প্রকাশ করে।
৩. নখের চামচ আকৃতি
নখ নরম এবং পাতলা হয়ে গিয়ে চামচ আকৃতি ধারণ করার মাধ্যমে শরীরের আয়রণ এবং রক্তশূন্যতা রোগের লক্ষণ প্রকাশ পায়। রক্তশূন্যতা কিংবা আয়রণের অভাবে হাতের নখের এই বর্ণ পরিবর্তন ঘটে।
৪. নখের অস্বাভাবিক বক্রতা
হাতের নখের যদি অস্বাভাবিক বক্রতা লক্ষ্য করা যায় অর্থাৎ নখের নেইলস্ট্রিপের কাছে যদি নখ স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি বেঁকে থাকে তবে তা বিভিন্ন হৃদজনিত রোগের লক্ষণ প্রকাশ করে থাকে, রক্তে অক্সিজেনের স্বল্পতা কিংবা কার্ডিওভাস্কুলার রোগের কারণ প্রকাশ পায়।
এছাড়াও নখ যদি অস্বচ্ছ হয় এবং নখে যদি গাঢ় দাগ পড়ে তবে তা ডায়াবেটিস রোগের লক্ষণ প্রকাশ করে থাকে। নখের এই সকল সমস্যায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কেননা নখের এই সকল লক্ষণ রোগের প্রাথমিক পর্যায়ে প্রকাশ পায়।