দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ হাতঘড়িগুলো প্রায় অনেকের হাতে শোভা পায়। কিন্তু তাদের ডিজাইন কিংবা ধরণের মধ্যে তেমন কোন বৈচিত্র্য দেখা যায় না। ঘড়ি আবিষ্কারের পর ঘড়ির বৈচিত্র্য থেকে শুরু ডিজাইন এবং ধরনের বিস্তর পরীক্ষানিরীক্ষা করেছেন এর নকশাকাররা। কিন্তু তারপরও যেন এই বৈচিত্র্যের কোন শেষ হচ্ছে না। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তেমনি কিছু বৈচিত্র্যময় ঘড়ির কথা তুলে ধরবো।
১. অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি
এই ঘড়িতে সময়ের পার্থক্যের সাথে সাথে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান তুলে ধরা হবে। ফলে আপনি কোন মাসের কোন সময়ে কোন গ্রহ নক্ষত্র কোথায় অবস্থান করে জানতে পারবেন। আকর্ষণীয় এবং মনোহরী নকশার এই ঘড়িটির জন্য আপনাকে হাজার ডলার গুণতে হবে।
২. মস্তিষ্কের কঙ্কাল
দেখে ভয় পাবেন না, ভূত নয় মস্তিষ্কের কঙ্কাল। মস্তিষ্কের কঙ্কাল আকৃতির এই ঘড়িটির নির্মাতা কোম্পানী হলো আরপ্লেস। মাথার কঙ্কালের বিভিন্ন সংযোগকারী স্থানগুলো হলো এর সময়ের নিউমেরিক অবস্থান।
৩. চিত্রলিপি ঘড়ি
হাতে আকা চিত্রাঙ্কনের এই ঘড়িটি তৈরি করেছে জ্যাকুইজ এন্ড ড্রোজ কোম্পানী। এটি বেশ ব্যয়বহুল একটি ঘড়ি। এতে কোন ডায়াল নেই। নির্দিষ্ট সময়ে এর পেছনের পরিবেশটি পরিবর্তিত হয়। ঘড়ির স্কেলে থাকা মানুষের অবস্থান ঘণ্টা এবং উপরে আকাশের তারা মিনিটের অবস্থান নির্দেশ করে থাকে।
৪. সমীকরণ ঘড়ি
দেখতে অতটা আকর্ষণীয় না হলেও এর মাধ্যমে আপনাকে সময় বের করতে বেশ পরিশ্রম করতে হবে। শারীরিক পরিশ্রম নয় মানসিক পরিশ্রম। অঙ্ক কষে দেখতে হবে এখন কয়টা বাজে। এর প্রতিটি ঘণ্টায় রয়েছে এক একটি সমীকরণ। তা মেলাতে পারলেই পাবেন আপনার সময়।
৫. প্যাঁচানো তারের ঘড়ি
দেখতে একটু কিম্ভুতকিমাকার এই ঘড়িটি সময়ের সাথে সাথে তারের মাথার অবস্থান পরিবর্তিত হয়ে থাকে। এই তারের এক প্রান্তের মাথা নির্দেশ করছে ঘণ্টা আরেক প্রান্ত নির্দেশ করছে মিনিট।
৬. ঘুর্ণায়মান ডায়াল
আরপ্লেসের তৈরি করা এই ঘড়িটির ডায়াল ঘুরতে থাকে। ঘণ্টা বা মিনিটের কাটাগুলো তাদের অবস্থানে স্থির থাকে। এভাবেই এটি সময়কে নির্দেশ করে থাকে।
৭. গোলকধাঁধা ঘড়ি
এর নাম গোলকধাঁধা ঘড়ি। কিন্তু এতে আপনাকে এই গোলকধাঁধা পাড় হতে হবে না কিংবা এর সমাধান বের করতে হবে না। আপনাকে যা করতে হবে তা হলো গোলকধাঁধাগুলো মনে রাখতে হবে। এর একেবারে ভেতরের গোলকধাঁধা নির্দেশ করে ঘণ্টা, তার পরের গোলকধাঁধা নির্দেশ করে মিনিট এবং সবচেয়ে বাইরেরটি নির্দেশ করে সেকেন্ড।
৮. পৃথিবী ও চাঁদ
পৃথিবী ও চাঁদ এই ঘড়িটিতে সময়ের সাথে চাঁদের সঠিক অবস্থান নির্দেশ করে। তার পাশাপাশি পৃথিবীর কোন অঞ্চলে দিন কিংবা কোন অঞ্চলে রাত তাও বোঝা যায় এই ঘড়ি থেকে। ঘড়িটি সময়ের সাথে সাথে চাঁদ এবং পৃথিবীর অবস্থান অনুসারে ঘুরে থাকে।
৯. রঙের আলোকছটা
সময়ে সময়ে এর রঙের পরিবর্তন হয়ে থাকে। রঙের একটি ঘুর্নায়মান বৃত্ত নির্দেশ করে ঘণ্টা আর অপরটি নির্দেশ করে মিনিট। প্রতি ঘণ্টায় এর রঙের পরিবর্তন ঘটে থাকে। এর একেকটি রঙ আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
তথ্যসূত্রঃ বোরপান্ডা