দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি ভয়ংকর হাঙরের মুখ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হাঙর মানুষের রক্তের গন্ধে পাগল হয়ে যায়, কয়েক মাইল দূর থেকেও এরা মানুষের রক্তের ঘ্রাণ পায়। যদি কেও দুর্ভাগ্যক্রমে এসব হাঙরের মুখে পড়ে যায় তবে তার জীবন নিয়ে ফেরা মুশকিল হয়ে যায়। সারা পৃথিবীতে হাঙরের আক্রমণের অসংখ্য ঘটনা ঘটে প্রতিবছর। এবার জাপানের এক সারফার হাঙরের আক্রমণের শিকার হয়েছেন এবং অল্পের জন্য নিজের জীবন রক্ষা করতে পেরেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত রোববার বিকেলে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সহকর্মীদের সঙ্গে সার্ফিং করার সময় হাঙরের মুখে পড়েন সার্ফারদের জীবনরক্ষাকারী তসুইয়োশি তাকাহাশি। সাঁতার কাটার সময় তসুইয়োশি তাকাহাশির ঠিক নিচেই সাঁতার দিচ্ছিলো এই হাঙর, তবে কেউই হাঙরটির উপস্থিতি টের পায়নি। হাঙরটি সুযোগ খুঁজছিলো সারফারদের নিজের খাবার বানাতে। তসুইয়োশি তাকাহাশি কিছু বুঝে উঠার আগেই হাঙরটির ভয়ংকর কামড়ের শিকারে পরিণত হন।
কর্মকর্তারা জানান, হাঙরটি তাকাহাশির বাঁ হাতে ধারালো দাঁত বসিয়ে দিয়েছে। উদ্ধার পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁকে ৩০টি সেলাই নিতে হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা বলছেন, জাপানের এই উপকূলে সচরাচর হাঙরের হামলা ঘটে না। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটেছে ১৯৯৫ সালে। তবে হঠাৎ কেন জলের দানব মানুষের উপর এভাবে আক্রমণ করছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রঃ স্কাই নিউজ