দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজপ্রসাদ ছেড়ে প্রকাশ্য বাইরে যাওয়ার শাস্তি স্বরূপ দুই রাজকুমারীকে গৃহবন্দি করে রাখা হয়েছে সৌদিআরবে। আর গত ৬০ দিন ধরে তাদের ঘরে আটকে রাখার সময় খাবার এবং পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি আরবের জেদ্দায় তাদের রাজপ্রাসাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে।
সৌদী এই দুই রাজকুমারীর নাম সাহার, তার বয়স ৪২ বছর আর অপরজন জাওয়াহ তার বয়স ৩৮ বছর। সৌদি রাজকুমারীরা অভিযোগ করেন তাদের যে কক্ষে বন্দি করে রাখা হয়েছে সেই কক্ষের বাইরে তাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। তারা আরো বলেন গত ৬০ দিনের গৃহবন্দী অবস্থায় তাদের শুধুমাত্র পানি দেওয়া হতো, কোন খাবার দেওয়া হতো না। বাইরের পৃথিবীর সাথে তাদের একমাত্র যোগাযোগের রাস্তা হলো ইন্টারনেট। সাম্প্রতিক তারা রাশিয়ান টিভির কাছে তাদের এই অবস্থার কথা স্কাইপের মাধ্যমে তুলে ধরেন। এরপর তাদের অবস্থা আরো ভয়াবহ হয়ে পড়ে। সাম্প্রতিক তাদের কক্ষের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে। এছাড়া তাদের দেওয়া পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তারা এখন প্রায় মরণাপন্ন। তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
এদিকে তাদের মা আলানাউত আল ফায়েজ তাদের পিতা আব্দুল্লাহর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর লন্ডনে চলে গিয়েছেন। তিনি সেখান থেকে তার সন্তানের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, সৌদি বাদশাহ আবদুল্লাহ তার মেয়েদের সাথে খুব খারাপ আচরণ করেছেন। তিনি তাদের খাবার ও পানি বন্ধ করে দিয়েছেন। কিন্তু সৌদি সরকার এই বিষয়টি অস্বীকার করে আসছে। তারা বলছে, রাজকুমারী দুইজন বেশ ভালো এবং সুস্থ রয়েছে। তারা মুক্তভাবে চলাফেরা করতে পারছে।
এর আগে সাহার এবং তার বোন জাওয়াহ সৌদি সরকারের বিদ্যমান বৈষম্যর সমালোচনা করেন। তারা সৌদি রাজ পরিবারের ছেলে সদস্যদের বহুবিবাহ এবং একপেশে নীতি বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দিলে তাদের গৃহবন্দী করা হয়।
তথ্যসূত্রঃ ডেইলিমেইল
This post was last modified on জুন ১২, ২০১৪ 12:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…