দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূত এক যুবকসহ ২ জনকে গ্রেফতার করেছে সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআই।
সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই রাহাতুল আশিকিম খান (২৩) নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক যুবক ও টেক্সাসের বাসিন্দাসহ ২ জনকে গ্রেফতার করেছে। মার্কিন দৈনিক লসএঞ্জেলস টাইমসে ১৮ জুন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল রবার্ট পিটম্যান এ সংক্রান্ত এক বিবৃতিতে জানান, টেক্সাসের জয়েন্ট টেরোরিজম টাস্কফোর্স এবং এফবিআই দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে এই ২ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনতে সক্ষম হয়। যার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। তবে এই ঘটনা দুটিই পৃথক ঘটনা।
গ্রেফতারকৃতদের বাংলাদেশী বংশোদ্ভূত রাহাতুলের বিরুদ্ধে সন্ত্রাসীদের সরঞ্জামাদি সরবরাহের অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার এ বিষয়ে শুনানি হবে বলে সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে।