দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বাংলাদেশের দর্শকদের দিন। বাংলাদেশের অধিকাংশ দর্শক আজ আর্জেন্টিনার খেলা দেখায় মত্ত থাকবেন। আর্জেন্টিনা মুখোমুখি ইরানের সঙ্গে। আগের ম্যাচে বসনিয়া হার্জেগভিনার ম্যাচে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আজ জিতলেই একটি ম্যাচ হাতে থাকতেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনা। খেলা সরাসরি দেখতে থাকুন দি ঢাকা টাইমস্ এ। প্রতিগোলের আপডেট তো থাকছেই।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – DhakaTimes.com.bd/go/live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
গতম্যাচে জিতে থাকা আর্জেন্টিনার আজকের লক্ষ্য ইরানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডি নিশ্চিত করা। প্রথম ম্যাচে আর্জেন্টিনা বসনিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারালেও ওইদিনের খেলা মোটেও ভালো হয়নি। তবে আজ হয়তো ভক্তদের ভালো খেলা উপহার দেবেন মেসির আর্জেন্টিনা। বাংলাদেশের দর্শকরা মেসির চমক দেখার অপেক্ষায় রয়েছেন। বাকিটা বোঝা যাবে খেলা শেষ হলে।
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ এ আর্জেন্টিনার তুরুপের তাস হচ্ছে লিওনেল মেসি। বিগত ২টি বিশ্বকাপেও ছিলেন মেসি। ওই দুবারই অপেক্ষায় ছিলেন সেরাদের সেরা হওয়ার জন্য। কিন্তু ভক্তদের নিরাশ করেছিলেন, আশ্চর্যজনকভাবে একটি গোলও করতে পারেননি তখন। সেটি পুষিয়ে নেওয়ার জন্য এবার প্রথম ম্যাচেই গোল করেছেন একটি। তাও আবার ম্যারাডোনা স্টাইলে। দর্শক ও ভক্তরা ওই গোলেই অভিভূত। ফুটবল বিশ্বের এই খুদে জাদুকর আজ কি জাদু দেখাবেন সেটা সময়ই বলে দেবে।
আর্জেন্টিার পরবর্তী ম্যাচ নাইজেরিয়ার সঙ্গে ২৫ জুন রাত ১০টায়।
আর্জেন্টিনা:
নিকনেম: দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু
কোচ: আলেসান্দ্রো সাবেলা
অধিনায়ক: লিওনেল মেসি
সম্ভাব্য একাদশ:
লিওনেল মেসি, হিগুয়েন, সোর্হিয়ে রোমেরো, পাবলো সাবালেতা, ফেদেরিকো ফার্নান্দেজ, মার্কোস রোহে, এসকুয়েল গারাই, হাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গাগো, ডি মারিয়া, হিগুয়েন, সার্জিও আগুয়েরো।
ইরান:
নিকনেম: দ্য ইরানিয়ান লায়ন্স
অধিনায়ক: জাভেদ নেকুনাম
কোচ: কার্লোস কুইরোজ
সম্ভাব্য একাদশ:
ডানিয়েল ডাভারি, খসরু হায়দারি, জালাল হোসেইন, পেজমান মন্তাজেরি, জাভেদ নেকুনাম, হাশেম বেইকজাদেহ, আন্দ্রানিক তৈমুরিয়ান, আশকান দেজাঘা, আলিরেজা, মাসুদ গুজাই, রেজা ঘুশানেজাদ।