দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্জেন্টাইন কিংবদন্তি স্ট্রাইকার ডিয়োগো ম্যারাডোনা মনে করেন ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার ভালো খেললেও মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে গিয়ে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার ফ্লপ। এছাড়া তিনি আরো মনে করেন ব্রাজিল দলটি অতিমাত্রায় নেইমার নির্ভর হয়ে পড়েছে। সাম্প্রতিক আর্জেন্টাইন একটি পত্রিকায় প্রকাশিত কলামে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
সাম্প্রতিক প্রকাশিত কলামে তিনি আরো লেখেন, নতুন হেয়ার স্টাইলে নেইমার নিজেদের মাঠে মেক্সিকোর বিপক্ষে তেমন আকর্ষণীয় কিছু দেখাতে পারেনি। মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় খেলায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার চুলের নতুন স্টাইল নিয়ে মাঠে নামেন। কিন্তু সেই ম্যাচে ব্রাজিলকে গোলশূন্য ড্র করতে হয়। ব্রাজিলের হেক্সা জয় প্রসঙ্গে দিয়াগো ম্যারাডোনা আরো বলেন, ব্রাজিলকে যতটা শক্তিশালী মনে হচ্ছে ব্রাজিলের খেলা দেখে ততটা শক্তিশালী মনে হচ্ছে না। কেননা তারা অতিমাত্রায় নেইমার নির্ভর হয়ে পড়েছে। সাজানো গোছানো কোন দলের বিপক্ষে খেললেই তাদের সমস্যা হচ্ছে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল মেক্সিকোর। দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য তাদের দরকার ছিল জয়ের। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক গুইমারলো ওচোয়ার তুলে দেওয়া রক্ষণ ভাঙতে পারেনি নেইমার। আর্জেন্টাইন এই কিংবদন্তী এবার জার্মানিকেই ফেবারিট মনে করছেন। জার্মানি আর পর্তুগালের খেলার কথা উল্লেখ করে তিনি বলেন, পর্তুগালের খেলা দেখে মনে হচ্ছিল পাড়ার কোন একটি ফুটবল টিম খেলছে।