দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেট খেলায় পাগল যারা তারা সাকিবের খেলা দেখার জন্য পাগল হয়ে যান। কিন্তু সেইসব ভক্তদের সাকিব-শিশির দম্পতি নতুন এক আয়োজন নিয়ে বসেছেন। আর তা হলো কসমেটিকস্-এর পসরা!
সাকিব ভক্তরা এবারের ঈদের কসমেটিকস্ কিনতে এবার নিশ্চয়ই হাজির হবেন সাকিব-শিশিরের দোকানে। ক্রিকেটের মাঠ কাঁপানোর পর এবার ব্যবসাতেও ভালো করতে চান সাকিব। তবে এবার তিনি একা নন তাঁর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিনী উম্মে আহম্মেদ শিশির। জুঁটি বেঁধে এবার সাকিব নেমে পড়েছেন এই কসমেটিকস ব্যবসায়।
গতকাল শুক্রবার রাজধানীর বারিধারার একটি শপিং মলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘কসমিক জোভিয়েন’ শপের উদ্বোধন করেন সাকিব নিজেই। জানা গেছে, এই কসমেটিকস্ শপে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বিক্রি হবে।
আবার এই শপের উদ্বোধন করেন একটু ব্যতিক্রমভাবে। পথ শিশুদের নিয়ে কেক কেটে ‘কসমিক জোভিয়েন’র শুভ উদ্বোধন করেন সাকিব আল হাসান এবং তাঁর সহধর্মিনী শিশির। উদ্বোধনী অনুষ্ঠানে বিউটিশিয়ান কানিজ আলমাস খানসহ বেশ কিছু নামি দামি মডেল তারকা ছাড়াও টাইগার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদসহ বেশ কিছু খ্যাতিমান ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।