Categories: সাধারণ

এই গরমে কিভাবে নিরাপদ ও স্বাস্থ্যকর রোজা পালন করবেন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ রমজানের এই সময়টায় প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন্য আমাদের একটি বিশেষ রুটিন মেনে চলা উচিত যাতে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ রোজা পালন করতে পারি। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো স্বাস্থ্যকর রোজা পালনের জন্য বেশ কিছু টিপস।


১. আপনি যদি যথেষ্ট পরিমাণ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেনও, তবুও আপনাকে রোজার মাসে একটি তালিকা প্রস্তুত রাখতে হবে যেন আপনার শরীর পর্যাপ্ত পুষ্টি, পানি ও বিশ্রাম পায়। কেননা রোজায় আমাদের খাবারের সময়ে পরিবর্তন আসে। তার পাশাপাশি খাবারের তালিকায়ও আসে বেশ পরিবর্তন। এই পরিবর্তন যেন আপনার স্বাস্থ্যের কোন ক্ষতি না করে তার জন্য একটি তালিকা থাকা প্রয়োজন।

২. প্রচুর পরিমাণে পানি পান করুন সেহেরিতে। এছাড়া পানির পাশাপাশি ডাবের পানি, দই খাওয়ার চেষ্টা করুন সেহেরিতে। এগুলো আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। কেননা গরমের এই সময়টায় শরীরে ঘাম আপনাকে পানিশূন্য করে ফেলবে। দীর্ঘসময়ের এই রোজা আপনাকে পানিশূন্য করে ফেলতে পারে। যার ফলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।

৩. সেহেরিতে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত, আলু, প্রোটিন ,ফলমূল ও সবজী খেতে পারেন। অতিরিক্ত চিনি থেকে দূরে থাকুন। কারণ এটি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ত্বকে প্রদাহের সৃষ্টি করে। তবে যাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা রয়েছে তারা খাবারের মেন্যু তৈরিতে একটু সতর্ক দৃষ্টি রাখুন। তারা সেহরির খাবারে কখনোই ডিম বা ডিম দিয়ে তৈরি খাবার রাখবেন না।

৪. অতিরিক্ত ঘাম আপনাকে পানিশূন্য করে তুলতে পারে। রোজার এই গরমের দিনে যথাসম্ভর একটু ছায়া ও ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন এবং যতটা সম্ভব আপনার ফিজিকাল এক্টিভিটি কমিয়ে আনুন। অফিস করার ক্ষেত্রে চেষ্টা করুন বাইরের রোদ থেকে নিজেকে বিরত রাখতে।

Related Post

৫. সুন্নাহ মেনে চলুন। ইফতারে রোজা ভাঙ্গুন খেঁজুর, দুধ বা ফলের জুস দিয়ে। ইফতারে হালকা খাবার খান। ইফতারীর শুরুতেই একেবারে অনেক খাবার খাবেন না। কেননা পাকস্থলী অনেকক্ষণ পরিপাক না করায় হঠাৎ অতিরিক্ত খাবার পেলে ভালো ডাইজেস্ট করতে পারেনা।

৬. ইফতারে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান। অতিরিক্ত খাবেন না। প্রচুর পানি খাওয়ার অভ্যাস করুন। চা ,কফি এবং সোডা না খাওয়ার চেষ্টা করবেন । এর বদলে প্রচুর পানি খান। চকলেট ক্যান্ডির বদলে ফলের জুস খান। সারাদিনের রোজার পর চা, কফি কিংবা সোডা আপনার গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণ হতে পারে।

৭. অতিরিক্ত ভাজাপোড়া ও ঝাল খাবার খাবেন না। দাঁত পরিষ্কার রাখুন। সেহেরির পর দাঁত পরিষ্কার করুন ব্রাশ বা ফ্লস দিয়ে। এছাড়া প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করুন। সেহরির পর দাঁতব্রাশ করে ঘুমোতে যান। এতে করে মুখে দুর্গন্ধ হবে না।

৮. ধূমপান পরিহার করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন আপনার। ভালো ঘুমের ফলে খাবার হজম হতে সাহায্য করে। তা না হলে দেখবেন আপনার হজমে সমস্যা হয়ে গ্যাস্ট্রিক সৃষ্টি হতে পারে।

একটি বিষয় মনে রাখবেন রোজা রাখলে শরীরের কোন ক্ষতি হয় না বরং আমাদের শরীরের জন্য ভালো। ক্রীম লাগালে রোজা ভাঙ্গেনা। রোজার মাসে শান্ত থাকার চেষ্টা করুন। অযথা রাগারাগি করবেন না । আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ ও রোজা রাখার তৌফিক দান করুন।

This post was last modified on জুলাই ২৭, ২০১৪ 1:08 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…

% দিন আগে

ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার আরও সহজ হচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…

% দিন আগে

সংগীতশিল্পী টেইলর সুইফট বিশ্বের সবচেয়ে ধনী নারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…

% দিন আগে

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাপদ্ধতি যা হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…

% দিন আগে

চালক বাস না থামানোয় দরজা ধরে এক কিমি ঝুললেন তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…

% দিন আগে

সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…

% দিন আগে