দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাসওয়ার্ড হলো ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু। দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারনে অনেকেই নানা ধরণের বিড়ম্বনার শিকার হয়ে থাকেন। আবার খুব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে গিয়ে অনেকেই পাসওয়ার্ডটিই ভুলে যান। তাহলে কিভাবে ব্যবহার করবেন শক্তিশালী পাসওয়ার্ড। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো কিভাবে আপনার পাসওয়ার্ডকে শক্তিশালী করবেন।
১. পাসওয়ার্ডকে শক্তিশালী করতে আপনি প্রথমে বেছে নিতে পারেন দুর্ভেদ্য পাসওয়ার্ডের গঠন প্রক্রিয়া। এই ক্ষেত্রে লম্বা পাসওয়ার্ড তৈরি করতে পারেন কেননা লম্বা পাসওয়ার্ড ভাঙ্গা কঠিন। লম্বা পাসওয়ার্ড তৈরিতে ১২ কিংবা তাঁর থেকে বেশী ডিজিট ব্যবহার করুন। পাসওয়ার্ডের মাঝে মাঝে ক্যাপিটাল লেটার ব্যবহার করুন, নাম্বার ব্যবহার করুন। তবে এইক্ষেত্রে নিজের নাম, জায়গার নাম, ডিকশনারিতে পাওয়া যায় এমন শব্দ ব্যবহার করবেন না।
২. বর্তমানে পাসওয়ার্ড ভাঙার বেশ কিছু সফটওয়্যার রয়েছে এবং এইসব সফটওয়্যার বিভিন্ন কিছুর সমন্বয়ে পাসওয়ার্ড হাতিয়ে নেয়। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ Bruce Schneier এর মতে, ” পাসওয়ার্ড ক্র্যাকার বিভিন্ন কিছু ব্যবহার করে যার মধ্যে রয়েছে : ইংরেজি শব্দ, নাম, বিভিন্ন বিদেশী শব্দ, এবং আরো অনেক কিছু যেমন- দুই ডিজিটের শব্দ, তারিখ, সিম্বল প্রভৃতি।” কিছু কমন পাসওয়ার্ড রয়েছে যা খুব সহজেই বের করে ফেলা যায়। যেমনঃ
123456 qwerty 1234567890 macromedia
123456789 1234567 000000 azerty
password 111111 abc123 iloveyou
admin photoshop 1234 aaaaaa
12345678 123123 adobe1 654321
আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ব্যবহৃত পাসওয়ার্ড তৈরিতে এই ধরনের কিওয়ার্ডগুলো বর্জন করুন।
৩. আপনি যদি আপনার ব্যবহৃত পাসওয়ার্ডের দুর্ভেদ্যতা যাচাই করতে চান, তাহলে অনলাইনে থাকা বেশ কিছু পাসওয়ার্ড চেকার ব্যবহার করে দেখে নিতে পারেন। তবে এগুলোর মধ্যে OnlineDomainTools বেশ কার্যকরী। এই টুলটি আপনার পাসওয়ার্ডের বিভিন্ন দিক পরীক্ষা করে দেখবে এবং সামগ্রিক একটি ফলাফল আপনার সামনে তুলে ধরবে। ফলে আপনি বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ডটি অনন্য এবং শক্তিশালী কিনা।
শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচনের বিশেষ উপায়ঃ
শক্তিশালী পাসওয়ার্ড তৈরির একটি বিশেষ পদ্ধতি হলো Bruce Schneier’s method। নিরাপত্তা বিশেষজ্ঞ Bruce Schneier ২০০৮ সালে এই পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। এটি এখনো বেশ জনপ্রিয়। এই পদ্ধতির মূল কথা হলঃ একটি বাক্য নির্বাচন করুন আর এটিকে বানিয়ে ফেলুন পাসওয়ার্ড। বাক্যটি হতে পারে যেকোন কিছু। সেখানকার শব্দগুলো নিয়ে আপনার মনে রাখার মত করে একটি পাসওয়ার্ড বানিয়ে নিন। যেমনঃ
WOO!TPwontSB = Woohoo! The Packers won the Super Bowl!
PPupmoarT@O@tgs = Please pick up more Toasty O’s at the grocery store.
1tubuupshhh…imj = I tuck button-up shirts into my jeans.
W?ow?imp::ohth3r = Where oh where is my pear? Oh, there.
মনে রাখবেন যেভাবেঃ
এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরা হল কঠিন পাসওয়ার্ড বানানোর উপায়। কিন্তু আপনি যদি কঠিন পাসওয়ার্ড বানিয়ে প্রয়োজনের সময় মনেই করতে না পারেন, তাহলে এতো কিছু করে কি লাভ ? সবসময় চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সার্ভিসের জন্য আলাদা আলাদা ইউনিক পাসওয়ার্ড রাখতে। তবে এর বাইরে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল যা আপনার কঠিন কাজটিকে আরও সহজ করে দিবে। LastPass কিংবা 1Password এই ক্ষেত্রে বেশ বিশ্বাসযোগ্য। এই ধরণের টুল ব্যবহার করলে আপনার শুধু একটা মাস্টারপাসওয়ার্ড মনে রাখতে হবে।