দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র আবারও পুরস্কার ঘোষণা করেছে। স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদিকে গ্রেফতার বা তাকে ধরতে দেয়া তথ্যের বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইরাক এবং সিরিয়ার ভূখণ্ডে ইসলামিক রাষ্ট্রের ওই স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদিকে গ্রেফতার বা এজন্য দেয়া তথ্যের বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এনডিটিভি জানিয়েছে, ২০১১ সালের অক্টোবরেই বাগদাদিকে ধরার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, “২০১১ সালের অক্টোবরেই বিচার প্রকল্পের আওতায় ওয়েবসাইটে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্তের (আইএসআইএল) শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি সম্পর্কে তথ্যের জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। যেসব তথ্য তার অবস্থান, গ্রেফতারে সহায়ক হবে সেসব তথ্যের জন্যেই এই পুরস্কার বিবেচিত হবে।”
২০১৩ সালের জুনে বাগদাদের বাইরে অবস্থিত আবু গারিব কারাগারে হামলা এবং অভিযান চালানোর দাবি করেছিলেন এই জঙ্গী নেতা। এছাড়া ২০১৩ সালের মার্চে ইরাকের আইন বিষয়ক মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলাও তারই নির্দেশে সংঘটিত হয়েছিল।
উল্লেখ্য, বাগদাদির নেতৃত্বাধীন আইএসআইএল-এর বিদ্রোহী জঙ্গিরা এ বছরের জুন থেকে ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করেছে। তাদের এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এক চরমতম শত্রু ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে আইএসআইএল-এর বিরুদ্ধে নেমেছে।