The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইরাকে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ

আগামী রবিবার হতে শুরু হয়ে ২৪ ঘণ্টার এই কারফিউ চলবে ২৮ মে পর্যন্ত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশজুড়ে সরকারিভাবে যে কয়েকদিন সাধারণ ছুটি চলবে ওই সময় দিনরাত ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে ইরাক।

ইরাকে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ 1

আগামী রবিবার হতে শুরু হয়ে ২৪ ঘণ্টার এই কারফিউ চলবে ২৮ মে পর্যন্ত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে যে, মঙ্গলবার ইরাকের মন্ত্রিপরিষদ (কাউন্সিল অব মিনিস্টিার) হতে এক বিবৃতির মাধ্যমে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে ইরাক সরকার। করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে আংশিক কারফিউ জারি অব্যাহত রয়েছে।

করোনার বিস্তার রোধে কারফিউ জারি করলেও রমজান মাস শুরু হওয়ার পর ইরাক সরকার এর সময়সীমা কমাতে থাকে। এখন দেশটিতে স্থানীয় সময় বিকাল ৫টা হতে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলছে। তবে ঈদের ছুটিতে জনসমাগম ঠেকাতেই এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার।

তবে কারফিউয়ের সময়সীমা কমাতে শুরু করার পর হতে ইরাকে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তেও শুরু করে।

উল্লেখ্য, আগামী সপ্তাহে বিশ্বের ১০০ কোটিরও বেশি মুসলিম পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...