দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ১৩ জুলাই ২০১৪ খৃস্টাব্দ, ২৯ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সকাল বেলায় উঠে যদি আপনি এমন সুন্দর সুন্দর ফল দেখেন আপনার মন ভরে যাবে। যদিও এখন রোজার দিন। তথাপিও মন ভরবে। কিন্তু এইসব ফলে যদি ফরমালিন দেওয়া থাকে তাহলে কেমন লাগবে?
ফলগুলো দেখে যেমন মন জুড়ালো তেমনি এগুলো যদি ফরমালিনমুক্ত হতো তাহলে কতই না মজা হতো। কিন্তু ফরমালিনমুক্ত ফল এখন এক আকাশ কুসুম ব্যাপার। তবে এমন ফল পেতে পারেন। আপনাকে যেতে হবে গ্রামে। গ্রামে গিয়ে গাছের ফল সরাসরি কিনে আনতে হবে। তবে তাতেও যে খুব নিরাপদ তারই বা কি নিরাপত্তা আছে? কারণ আজকাল উৎপাদনের সময়ই সারসহ নানা ধরনের মেডিসিন ব্যবহার করা হয়। সেগুলোতেও রয়েছে নানা ধরনের সমস্যা।
তবে এটি সম্ভব হবে যদি আমরা সকলকে সচেতন করে তুলতে পারি তাহলে। কোনো প্রকার নিষিদ্ধ কিছু অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু আমাদের বর্জন করতে হবে। সমবেত হয়ে যদি আমরা সে কাজটি করি তাহলে আমরা আবার নির্ভাবনায় ফল খেতে পারবো।
আসুন আজ থেকে আমরা সকলেই শপথ নেই। ফরমালিনসহ কোন অখাদ্য আর ফলে মেশাবো না এবং মেশাতে দেবো না। আসুন সকলেই সচেতন হই।
ছবি: fruit market sijenala এর সৌজন্যে