The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

জীবনকে সুন্দরভাবে সাজাতে ত্যাগ করুন কিছু নেতিবাচক চিন্তা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এই কথা আমরা সকলেই বিশ্বাস করি এবং জানি যে, জীবনকে নিয়ে ইতিবাচক চিন্তা না করলে জীবনে সামনে যাওয়া যায় না। এমনকি আমরা আমাদের আশে পাশের মানুষ গুলোকে ইতিবাচক চিন্তা করার পরামর্শও দিয়ে থাকি এবং শুনেও থাকি । কিন্তু নিজের জীবনে সেই ইতিবাচক চিন্তার কতটা প্রতিফলন ঘটাতে পারি? জীবন সম্পর্কে এমন কিছু নেতিবাচক চিন্তা রয়েছে যা আমাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং জীবনকে ভুল দিকে ধাবিত করে থাকে। চলুন জেনে নেওয়া যাক জীবন সম্পর্কে সেই সকল ভুল ধারণা সম্পর্কে।


fallen apart love

আর্থিক চাহিদার অপুর্ণতা

গ্রামে প্রচলিত একটি প্রবাদ রয়েছে যে, টাকা হলে বাঘের চোখও মিলে। মানুষের চাহিদার শেষ নেই আর এই কারণেই পৃথিবীর বেশিরভাগ মানুষই নিজের আর্থিক অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। এমনকি বিপুল অর্থের মধ্যে থেকেও আরো অর্থের পিছনে দৌড়াতে দেখা যায় অনেককে। তাইতো অর্থনীতির ভাষায় চাহিদার শেষ নেই। একজন মানুষকে সৃষ্টিকর্তা সবকিছু দিয়ে পাঠায় না। কিছু গুণাগুণ দিয়ে দেয়। যে তার এই গুণাগুণগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানে সে অর্জন করতে পারে অনেক কিছু। তাই আর্থিক চাহিদার অপুর্নতার জন্য সৃষ্টিকর্তা কিংবা ভাগ্যকে দায়ী না করে নিজের সামর্থ্যকে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করুন। এতে সাফল্য আসবেই।

শারীরিক সৌন্দর্যের অপুর্নতা

প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা যে কাজটা প্রথমে করে থাকি তা হলো আয়নায় নিজের চেহারা দেখা। সকালে দাঁত ব্রাশ করতে করতে আপনি হয়তো আয়নায় নিজের চেহারাটা দেখে আফসোস করতে পারেন আহা আরেকটু সুন্দর কেন হলাম না। বিশেষকরে প্রেমঘটিত বিষয়ে এই ব্যাপারটি প্রকট আকারে দেখা দেয়। নিজের এই শারীরিক সৌন্দর্যের হীনমন্যতা আপনাকে আরো বেশি ব্যথিত করবে। আপনি আপনার জীবনের স্পৃহা হারিয়ে ফেলবেন। বাইরের পৃথিবীর দিকে তাকান অনেকেই শারীরিক অক্ষমতায় রয়েছে সেই হিসেবে আপনি কি একজন সুন্দর সবল মানুষ নন? মানুষের বাইরের সৌন্দর্যের পরিচয়টি একেবারেই নগণ্য যদি না তার ভেতরের মানুষটি সুন্দর হয়।

380512_268954173148586_100001020158697_789299_334981669_n

ভালোবাসার অপুর্নতা

বলা হয়ে থাকে মানুষ ভালোবাসার কাঙাল। অধিকাংশ মানুষেরই মনে এমন ধারণা পোষণ করে যে, তাকে কেঊ ভালোবাসে না। কিন্তু মজার বিষয়টি হলো এই ভালোবাসার কথা বেশি মনে পড়ে যখন আপনি কিংবা তিনি দূরে থাকেন। ভালবাসার মানুষটি আপনাকে রাগ করে কিছু বলার অধিকার রাখে কেননা সে আপনার ভালো চায় এবং ভালোবাসে বলেই এমনটি করে থাকে। কিন্তু সেই রাগটিকে কিংবা অভিমানটিকে যদি আপনি মনে করেন যে, তিনি আপনাকে ভালবাসে না তবে এই ধারণা আপনাকে তার থেকে দূরে সরিয়ে দিবে।

চাওয়া-পাওয়ার অপুর্নতা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা ছিল এমন, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা ভুল করে চাই। মানুষের এই চাওয়া পাওয়ার হিসাব অফুরন্ত। একটি বিষয় ভেবে আপনি সত্যি অবাক হবেন যে, আপনার অপুর্নতা হয়তো আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন যে, আপনার এই জীবনে আপনি কি কি পেয়েছেন? তবে সত্যিই আপনাকে অবাক হতে হবে। আমরা কি পেলাম তা চিন্তা করার চেয়ে কি পাইনি তাই বেশি চিন্তা করি। যা পাইনি তা নিয়ে আফসোস করলে শুধু পিছিয়েই যাবেন বরং পাওয়ার জন্য চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে।

আরো জানতে পড়ুনঃ যেভাবে নিজের জীবনকে অনুপ্রাণিত করতে পারেন আপনি

ভাগ্যের দোহাই

মানুষ নিজেই তার ভাগ্যর কারিগর। একেই বলা হয় Free will। উন্নতি করার জন্য ভাগ্যের প্রয়োজন নেই। প্রয়োজন অনেক পরিশ্রম ও ধৈর্যের। ভাগ্যের আশায় যেই ব্যাক্তি অপেক্ষা করবে সে কখনই উন্নতির দেখা পাবে না। তাই ভাগ্যকে দোষ না দিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলুন। উন্নতি আপনাকে ধরা দেবেই।

তথ্যসূত্রঃপিকদ্যাব্রেইন

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali