দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনে ২৯৫ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সহ বিশ্ব মিডিয়া।
মালয়েশিয়ান বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বোইং এমএইচ১৭ বিমানটি আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর আসছিলো, এতে মট ২৯৫ জন যাত্রী ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত সব যাত্রী নিহত হয়েছে বলে ধরে নেয়া হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ইউক্রেনের শাকতেরেস্ক এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার স্থান থেকে রুশ সীমান্তের দূরত্ব ৫০ কিলোমিটার।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিমানটিকে ৩২ হাজার ফুট উপর থেকে বিশেষ বিমান বিধ্বংসী মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে।
বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে ২৯৫ জন আরোহী ছিলো বলে নিশ্চিত করেছে ইন্টারফ্যাক্স। এদের মধ্যে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু।
Interfax Ukraine reports plane was shot down using ‘Buk’ missle system. Medium range surface-to-air missile system pic.twitter.com/CSQCYKWMem
— Olaf Koens (@obk) July 17, 2014
এদিকে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সর্বশেষ টুইটারের টুইটে নিশ্চিত করে জানিয়েছে, এমএইচ১৭ উড়োজাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উড়োজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল ইউক্রেন সীমান্তে। ইতোমধ্যে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধোঁয়া ওড়ার ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশিত হয়েছে। বিমানের উদ্ধার অভিযানের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
আরো ছবি দেখুন:
ভিডিও:
http://www.youtube.com/watch?v=JhUkqs9CQ0w
http://www.youtube.com/watch?v=48YlDSVFVMI
সূত্র- দি গার্ডিয়ান