দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জার্মান দলের নামে একের পর এক অভিযোগ আসছে বিশ্বকাপ জেতার পর থেকে। এবার খোদ ট্রফিতে দাগ ফেলার অভিযোগ উঠেছে যা আবার স্বীকার করেছেন জার্মান ফুটবল ফেডারেশান সভাপতি!
ইউএসটুডে খবরে জানা গেছে জার্মান ফুটবল দল বিশ্বকাপ ট্রফি নিয়ে নানান আনন্দ উৎসব করতে যেয়ে ট্রফিতেই দাগ ফেলে দিয়েছেন। শিরোনামটা ধাক্কা খাওয়ার মতোই। পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফিতে নাকি আঁচড় লেগেছে! বিষয়টি অনেক ফুটবল ভক্ত মেনে নিতে পারছেন না।
জার্মানি ব্রাজিল বিশ্বকাপ বিজয়ের পর থেকেই নানান ভাবে তা উজ্জাপন করে যাচ্ছে, ট্রফি পেয়ে বাঁধভাঙা উৎসব করেছেন খেলোয়াড়-কর্মকর্তারা। ২৪ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। খেলোয়াড়েরা দেশে ফেরার পর বার্লিনের পথে ট্রফি নিয়ে উল্লাস, খোলা চত্বরে উৎসব—কিছুই বাদ ছিল না। এই উদ্যাপনের আতিশয্যের ফাঁকেই ঘটল অঘটন।
জার্মান ফেডারেশান সভাপতি বলেছে,
“ফুটবল বিশ্বকাপ ট্রফির কিছু অংশ বেঁকে গেছে, একে এখন দেখতে যদিও ভালো লাগছেনা তবে আমাদের বিশেষজ্ঞ দল এটা নিয়ে কাজ করছে আমরা খুব জলদি একে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে জাব। এছাড়া কে করেছে এই কাজ তার বিষয়ে আমাদের তদন্ত কমিটি হয়েছে, আফসোস আমরা তা বের করতে পারিনি।”
এদিকে ফিফা এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছুই জানায়নি, ফিফার সাথে যোগাযোগ করা হলে তারা জানান ট্রফি জিতেছে জার্মানি তাদের সরকারের সম্পূর্ণ দায়িত্ব এই ট্রফি হেফাজত করা। এর কোন ব্যতিক্রম ফিফা মেনে নিবেনা। ফিফা বিশ্বকাপ ট্রফি সারা বিশ্বের মানুষের আবেগের বিষয় এর অবহেলা কাম্য নয়।