দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১ আগস্ট ২০১৪ খৃস্টাব্দ, ১৭ শ্রাবণ ১৪২১ বঙ্গাব্দ, ৪ শওয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন এটি ঝিনাইদহ জেলার মিঠাপুকুরের বারোবাজার এলাকার নুনগোলা মসজিদের ছবি। এটি একটি ঐতিহাসিক মসজিদ।
মসজিদটি কবে কে প্রতিষ্ঠা করেছে তা জানা যায়নি। কারণ মসজিদটিতে কোন শিলালিপি পাওয়া যায়নি বলে সুনির্দিষ্ট নির্মাণকালটি জানা যায়নি। তবে স্থাপত্য কৌশল দেখে ধারণা করা যায় এটি সুলতানী আমলের শেষার্ধে নির্মিত একটি মসজিদ।
মিঠাপুকুরের রাণীমাতা দিঘি নামের একটি প্রাচীন দিঘী থেকে মাত্র ২০০ মিটার দূরে এবং নুনগোলা নামের প্রাচীন একটি পুকুরের পাড়েই অবস্থান এই নুনগোলা মসজিদটির। নুনগোলা পুকুরের নাম অনুসারেই মসজিদটির নামকরণ হয়েছে ‘নুনগোলা’ মসজিদ।
নুনগোলা মসজিদ এক গম্বুজ মসজিদ। বর্তমানে মসজিদটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, এর চার দেয়াল, চারকোনের চার বুরুজ এবং ছাদের গম্বুজসহ বেশির ভাগ অংশই বিলুপ্ত প্রায়। চারদিকের দেয়াল ও বুরুজের কিছু কিছু অংশ এখনও দেখা যায়। ধারণা করা গেছে যে, মসজিদটির প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল প্রায় ৫.৪৫ মিটার।
তথ্যসূত্র: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশের প্রত্নসম্পদ, দিব্যপ্রকাশ, ২০০৭।
ছবি: heritagebangladesh.co এর সৌজন্যে।