দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইফোন প্রেমীদের জন্য সুখবর, আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ১৪ অক্টোবর মঙ্গলবার আইফোন ৬ বাজারে আনছে। ম্যাকরিউমার্সের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার একথা জানিয়েছে।
ম্যাকরিউমার্স অ্যাপলের সিনিয়র স্টোর লিডারের বরাত দিয়ে নিজেদের প্রতিবেদনে বলে, ১৪ অক্টোবর অ্যাপলের জন্য একটি খুবই বড় দিন। পুরো মাসটিতেই স্টোরস ও কোম্পানি খুবই ব্যস্ত থাকবে। কারন এই মাসেই আসতে যাচ্ছে আপেলের সর্বশেষ আইফোন ভার্সন আইফোন ৬!
এদিকে জানা গেছে ১৬ সেপ্টেম্বর আইফোন ৬ উপলক্ষ্যে মিডিয়া ইভেন্ট করার পরিকল্পনা করছে অ্যাপল। এই ইভেন্টেই আইফোন ৬ বিষয়ে প্রাথমিক ধারণা দিবে অ্যাপেল। সাধারনত অ্যাপেল তাদের আইফোন সেপ্টেম্বর মাসে বাজারে আনে। তবে এবার এর কিছুটা ব্যতিক্রম দেখা যাবে। শুধু মাস নয়, দিনে পরিবর্তন এনেছে অ্যাপল। আগে ক্রেতাদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আইফোন বাজারে ছাড়া হতো। আর এবার বাজারে আসছে মঙ্গলবার।
উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।
কি কি থাকছে আইফোন ৬ এ! জানতে “দেখে নিন আসছে আইফোন ৬ এ যে ধরনের নতুন ফিচার থাকতে পারে” এই পোস্ট টি পড়ুন।
সূত্র- মেশ্যাবল