দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজায় ইসরায়েলী হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৮শ’ ছাড়িয়ে গেছে। এদিকে এই হামলার বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনিদের রক্তেই ডুববে ইসরায়েল।
আমেরিকা বাদে বিশ্বের প্রায় সব রাষ্ট্রই ধিক্কার দিচ্ছে ইসরায়েলের এই জঘণ্যতম হামলার বিরুদ্ধে। মহা মানবিক বিপর্যয়ের এমন পরিস্থিতিতে বিশ্ব বিবেক আজ চরম এক সংকটের কথা বললেও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষে কথা বলছেন। এমনকি সামরিক সহায়তাও দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ‘ফিলিস্তিনিদের যে রক্ত ইসরায়েল ঝরাচ্ছে, ওই রক্তেই তারা একদিন ডুবে মরবে।’ গাজায় ইসরায়েলের আগ্রাসী মনোভাবকে হিটলারের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। সম্প্রতি রাজধানী ইস্তাম্বুলে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান।
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, ‘ইসরায়েলীরা ফিলিস্তিনি মায়েদের হত্যা করছে, যাতে করে নতুন কোনো ফিলিস্তিনির জন্ম না হয়। তারা শিশুদের হত্যা করছে ভবিষ্যত প্রজন্ম মুছে দিতে। পুরুষদের মারছে যাতে মাতৃভূমি রক্ষার জন্য কেও না থাকে।’ তিনি ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যে রক্ত আজ তারা ঝরাচ্ছে, সেই রক্তেই একদিন ডুবে তারা ধ্বংস হবে।’
পশ্চিমা গণমাধ্যম নিয়েও প্রশ্ন তুলে এরদোয়ান বলেন, ‘আমাদের এখানে তাকসিম স্কয়ারের আন্দোলন ঠেকাতে যখন পুলিশ ব্যবস্থা নেয় পশ্চিমা গণমাধ্যমগুলো কঠোর সমালোচনা করতেও ছাড়ে না। এখন তারা কোথায়?’