দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে ভারতীয় ৩টি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই রিট করা হয়।
বাংলাদেশে ভারতীয় স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা এই ৩টি টিভি চ্যানেল সম্প্রচার ৭ দিনের মধ্যে বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট শাখায় এই রিটটি করা হয়। আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিট আবেদনটি করে।
এই রিট আবেদনে ৭ দিনের মধ্যে ওই ৩টি চ্যানেলের সম্প্রচার বন্ধে নির্দেশনা চাওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন ২ সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার আরজি জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, ভারতীয় চ্যানেল বন্ধে ইতিপূর্বে তথ্য মন্ত্রণালয়কে হাইকোর্টের এক আইনজীবি নোটিস করে।