দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশসহ আরো তিনটি দেশের মেয়েদের বিয়ে করার ক্ষেত্রে সৌদি সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। বাকী তিনটি দেশ হলো মিয়ানমার, পাকিস্থান এবং আফ্রিকার দেশ চাদ। এর বাইরে অন্যান্য দেশের নারীদের সৌদি পুরুষরা বিয়ে করতে চাইলে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। সম্প্রতি সৌদি পুলিশ আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করে।
মূলত সৌদি পুরুষদের অন্য দেশের নারীদের বিয়ে করার ক্ষেত্রে নিরুৎসায়িত করতে সঊদি সরকার এই নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে বেসরকারি হিসেব অনুযায়ী সৌদিতে বসবাসকারী বাংলাদেশসহ চারটি দেশের মোট নারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ। সৌদি আরবের কোন পুরুষ এই চারটি দেশ ছাড়া অন্যান্য দেশের নারীদের বিয়ে করতে চাইলে তাকে অবশ্যই সরকারের অনুমোদন নিতে হবে। বিয়ে করার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিয়ের আবেদন করতে হবে। তাছাড়া আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ বছরের বেশি হতে হবে। জেলার মেয়রের সত্যায়িত করা পরিচয়পত্র এবং পারিবারিক কার্ড জমা দিতে হবে। আবেদনকারী যদি আগে থেকে বিবাহিত হন তবে তাকে জেলা মেয়রের সত্যায়িত মেডিক্যাল রিপোর্ট জমা দিতে যে, তার আগের স্ত্রী সন্তান ধারণে অক্ষম, প্রতিবন্ধী কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
এছাড়া সাম্প্রতিক বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন ক্ষেত্রে অবশ্যই আবেদনকারী ছয়মাসের আগে নতুন করে বিবাহের জন্য আবেদন করতে পারবেন না। উল্লেখ্য যে, সৌদিতে বর্তমানে অনেক নারী বিয়ে করে স্থায়ী জীবনযাপন করছেন।
তথ্যসূত্রঃ মিডলইস্টঅনলাইন