অ্যান্ড্রয়েডের বাজিমাৎ: অ্যাপলের আইওএস-কে ছাড়িয়ে গেল অ্যান্ড্রয়েড

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ স্মার্ট পণ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হলেও ওয়েব ব্রাউজিং এ পিছিয়ে ছিল এটি। দীর্ঘদিন পর ওয়েব ব্রাউজিং এ অন্যান্য অপারেটিং সিস্টেমকে ছাড়িয়ে গেছে অ্যান্ড্রয়েড। বর্তমানে সবচেয়ে বেশি ওয়েব ব্রাউজিং হয় অ্যান্ড্রয়েড নির্ভর ডিভাইসে।

তথ্য-বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশন সম্প্রতি জানিয়েছে, এখন ওয়েবেও অ্যান্ড্রয়েড ওএস অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপি ৮৫ শতাংশ স্মার্ট পণ্যে উন্মুক্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হলেও ওয়েব ব্রাউজিং এ পিছিয়ে থাকায় প্রযুক্তি বিশ্লেষকেরা এতদিন এর সমালোচনা করে আসছিল। তবে এখন থেকে এর নির্মাতা প্রতিষ্ঠান গুগলকে এই সমালোচনা শুনতে হবে না।

এতদিন যাবত ওয়েব ব্রাউজিং এ এগিয়ে ছিল অ্যাপলের আইওএস। অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে ওয়েব ব্রাউজ কম হয় জেনে অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক এর সমালোচনা করে বলেছিলেন, ‘অ্যান্ড্রয়েড কেও ব্যবহার করে না। অ্যান্ড্রয়েড নির্ভর ট্যাবলেটগুলো হয়তো কোনো গুদামে পড়ে আছে বা দোকানের তাকে সাজানো রয়েছে কিংবা কেও হয়ত এগুলো ড্রয়ারে তালা-বন্দী করে রেখেছে।’

Related Post

এক বছরের ব্যবধানে আইওএস কে ছাড়িয়ে গেল অ্যান্ড্রয়েড ওএস। প্রথমবারের মতো আইওএসকে পেছনে ফেলেছে অ্যান্ড্রয়েড। মানুষ এখন অ্যান্ড্রয়েড পণ্যে আগের চেয়ে অনেক সময় ইন্টারনেটে থাকছেন। স্মার্টফোনের বাজারে এখন অ্যান্ড্রয়েডই রাজত্ব করছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের স্মার্টফোন বাজারে অন্যান্য অপারেটিং সিস্টেমকে একেবারেই কোণঠাসা করে ফেলেছে এটি। সম্প্রতি এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি স্মার্টফোন বাজারে এসেছে যার মধ্যে অধিকাংশই হচ্ছে অ্যান্ড্রয়েড নির্ভর। বিশ্লেষণ করে দেখা গেছে, অ্যান্ড্রয়েড এর প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের বাজার দখল ২.২ শতাংশ কমে গেছে। সাশ্রয়ী দামে ভালো সেবা ও ব্যবহার-বান্ধব সফটওয়্যার সরবরাহ করায় সম্ভব হয়েছে এটি।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন অ্যান্ড্রয়েডকে বর্তমানের সেরা ওএস হিসেবে স্বীকার করে নিয়েছেন। ক্রমবর্ধমান ব্যবহার বাড়ার সাথে সাথে আন্তরিক প্রচেষ্টা অ্যান্ড্রয়েডকে এই অবস্থানে নিয়ে এসেছে। বাজার ধরার ক্ষেত্রে এটি অন্যান্য ওএস এর জন্য অশনি সংকেত।

This post was last modified on আগস্ট ১০, ২০১৪ 3:35 অপরাহ্ন

A. B. M. Noorullah

Recent Posts

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে

রিল তৈরি করতে জাতীয় সড়কে আগুন! যুবক গ্রেফতার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…

% দিন আগে