দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ১০ আগস্ট ২০১৪ খৃস্টাব্দ, ২৬ শ্রাবণ ১৪২১ বঙ্গাব্দ, ১৩ শওয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন এটি বাবুই পাখির বাসা। একটা একটা করে খড়-কুটা এনে বহু পরিশ্রম করে তৈরি করা হয়েছে এই বাসা। চিন্তা করতে গেলে বড়ই বিচিত্র লাগে। কারণ বাবুই পাখি একাধারে শিল্পী, স্থপতি ও সামাজিক বন্ধনের এক প্রতিচ্ছবি।
বাবুই পাখির কথা লিখেতে গিয়ে মনে পড়লো একটি ছড়ার কথা। কবি রজনীকান্ত সেনের কালজয়ী ছড়াটিতে বলা হয়েছে-
বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই
কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই
আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়েৃ
গ্রাম বাংলার এই নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি। কিন্তু এই বাবুই পাখি আজ বিলুপ্তির পথে। এখন আর কোথাও বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চোখে পড়ে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এ শিল্পী, স্থপতি ও সামাজিক বন্ধনের এক কারিগর বাবুই পাখি এবং তার বাসা।
বাবুই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল ছাড়া পৃথিবীর আর কোনো দেশে দেখা যায়নি। এক শৈল্পিক মনোভাব নিয়ে যে বাবুই বাসা বোনেন তা এক কথায় অনন্য। পৃথিবীর ইতিহাসে এমন বাসা বোনার কারিগর আর কোথাও দেখা যায়নি। কিন্তু এই বাবুই পাখির অস্তিত্ব আজ বিলীন হতে চলেছে। এখন গ্রামে-গঞ্জে বাবুই পাখি ও তার বাসা খুঁজে পাওয়া দুষ্কর। হয়তো কোন একদিন আসবে যখন নতুন প্রজন্ম এটিকে আর চিনতেই পারবে না। আমাদের উচিত কোথাও এসব পাখিদের বাসা দেখলে তাদের সর্বাত্মক নিরাপত্তার সৃষ্টি করা। যাতে তারা অবাধ বিচরণ গড়ে তুলতে পারে সেদিকে সকলের দৃষ্টি দেওয়া দরকার।
ছবি: prothom-alo.com এর সৌজন্যে।