দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও সেই একই কাহিনী। স্টার জলসার সিরিয়াল দেখতে না দেওয়ায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর অদূরে সাভারে।
ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ দেখতে না দেওয়ার কারণে মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার বাড্ডা মহল্লায় এই ঘটনাটি ঘটেছে। নিহত ছাত্রীর নাম রিয়া আক্তার (১৫)। রিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাহবুবুর রহমানের একমাত্র কন্যা।
সাভার মডেল থানা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার রাতে রিয়া স্টার জলসা চ্যানেলের সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ দেখার জন্য টিভি চালু করলে তার মা তাকে নাটক না দেখে পড়তে বসার কথা বলে টিভিটি বন্ধ করে দেন। এতেকরে রিয়ার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়া মায়ের সঙ্গে অভিমান করে অসুস্থ বাবার জন্য রাখা বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে রিয়া অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার শিমুলতলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত ঘটলে শুক্রবার সকালে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।