দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সাভারের আশুলিয়ার বেরুন এলাকায় ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিঃ নামের একটি পোশাক কারখানার ভিতরে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।
আজ সোমবার সকালে ৯ শতাধিক শ্রমিক কারখানার ভিতরে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতনের দাবি জানান। এসময় কারখানা কর্তৃপক্ষ কিছু সমস্যার কারণে আজ বেতন দিতে পারবেনা বলে শ্রমিকদের জানালে তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলনে উষ্কে দেওয়া ও কারখানার ভিতরে বিঙ্খৃলার সৃষ্টির অভিযোগে ৪৪ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। সকালে ছাঁটাইকৃত শ্রমিকরাও কারখানার সামনে এসে অবস্থান নেয়।
শিল্প পুলিশ ১-পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি, আশা করি বিষয়টি সমাধান হয়ে যাবে। যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।