দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের নতুন আইফোনের কারণে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকদের ধারণা, আইফোন ৬ এর অর্ডারের প্রভাব পড়বে অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রেও। চীনের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যায়, এবারে ৭ থেকে ৮ কোটি ইউনিট আইফোন তৈরির জন্য অর্ডার দিয়েছে অ্যাপল। চীনা মিডিয়াগুলো ধারণা করছে যে, এবার অন্যান্য স্মার্টফোনের দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। কারণ, স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যদি আইফোন তৈরির জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাহলে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি এবং সরবরাহ অনেকটা কমে যাবে। এর প্রভাব পড়বে বাজারে। আর তাই স্মার্টফোনের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বাজার পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করছে বলে বিশেষজ্ঞনা মনে করেন।
উল্লেখ্য, এ বছর বড় মাপের স্ক্রিণযুক্ত দুটি মডেলের আইফোন তৈরিতে কাজে ব্যস্ত অ্যাপল। এ বছর ৪.৭ এবং ৫.৫ ইঞ্চি মাপের এই দুটি স্মার্টফোন তৈরির জন্য আইফোন৫এস ও ৫সির তুলনায় অনেক বেশি অর্ডার হয়েছে।