The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

অজগর সাপটি আস্ত মানুষ খেয়ে ফেলেছে; বাস্তব নাকি গুজব?

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিশ্বের বড় সাপের মধ্যে রয়েছে অজগর আর অ্যানাকোন্ডা। গত কয়েকদিন মিডিয়ায় আলোচিত খবর অজগর খেয়ে ফেলেছে মানুষ। তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন আছে। চলুন যাচাই করা যাক ঘটনা কি ছিল…

reticulated-python-huge-eating

থাইল্যান্ডের মালয়েশিয়া সিমান্তে বিশাল বড় এক অজগর পাওয়া গেছে যা বিশ্বের সবচেয়ে বড় অজগর হিসেবে গন্য হচ্ছে। অবশ্য দক্ষিন-পূর্ব এশিয়া সাপের অভয়ারণ্য হিসেবেই পরিচিত। আর থাইল্যান্ডের ঐ নির্দিষ্ট স্থান প্রচুর সাপের আনাগোনা।

giant-snake-caught

এই বিশাল অজগর রাতে অকস্মাত একটি ঘরে ঢুকে পড়ে। ঐ ঘরের বাসিন্দারা এই বিশাল সাপ দেখে অতঙ্কিত হয়ে পড়ে। তারা দেখতে পায় সাপটি বিশাল কিছু একটা খেয়েছে। যার কারণে এটি ঠিক মত নড়াচড়া করতে পারছে না।
এখন প্রশ্ন হচ্ছে অজগরটি কি খেল? এটি কি একজন মানুষ খেয়ে ফেলল?

giant-snake-caught

অজগর সাপের মানুষ খেয়ে ফেলার আবার ভিন্ন ভিন্ন গল্প প্রচারিত হয়েছে। তার একটি হচ্ছে, এক মদ্যপ ব্যক্তি রাস্তায় পড়ে ছিল। ঐ অবস্থায় অজগরটি তাকে খেয়ে ফেলে। এটি রিপোর্ট করে কার্লার আত্তাপাদেই নিউজ সাইট। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে সাপটি রাস্তায় পাওয়া যায়। পরে লোকজন এটিকে শহরের বাইরে নিরাপদে রেখে আসে।

53610

আরেকটিতে বলা হয় অজগর সাপ এক সিকিউরিটি গার্ডকে খেয়ে ফেলেছে। কিন্তু ছবিতে যে সাপটি দেখানো হয়েছে সেটি আফ্রিকান রক পাইথন। যা কেবল আফ্রিকায় দেখা যায়। কোন ভাবেই এটি থাইল্যান্ডে পাওয়া যাবে না।

http://youtu.be/zV_Oeywbxrc

সাপ যখন আকৃতিতে বড় হয় তখন এর খাদ্যের প্রয়োজনও বেশি হয়। খাদ্য পাওয়া না গেলে এটি আক্রমনাত্মক হয়ে উঠতে পারে। তবে অজগর যত বড়ই হোক না কেন, একজন পূর্ণ বয়স্ক মানুষ খেয়ে ফেলার সামর্থ্য এর নেই। মানুষের কাঁধ চওড়া হওয়ায় গলধকরন সম্ভবপর নয়। তবে মানুষের আকৃতি যদি ছোট হয় আর অজগরটি যদি বিশাল বড় হয় তবে ব্যাপারটা সম্ভব হতে পারে।

আবার প্রকৃত ঘটনায় ফিরে আসি। থাইল্যান্ডে পাওয়া যাওয়া বিশ্বের বড় অজগর সাপটির শরিরের কয়েক স্থানে ক্ষত ছিল। পরে অবশ্য সাপটি মারা যায়। যদিও বলা হচ্ছে এটি নিজে নিজেই মারা গেছে তবে কোন মানুষও একে মেরে থাকতে পারে। পরবর্তিতে পেট কেটে দেখা যায়, আসলে অজগরটি খেয়েছিল একটি বড় শুকর।

ভিডিওটি দেখুন…

http://youtu.be/9ZVzeb6rAIM

তথ্যসূত্রঃ epicadamwildlife

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali