The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অত্যাধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য ফাতেমা মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ২২ আগস্ট ২০১৪ খৃস্টাব্দ, ৭ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ, ২৫ শওয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Fatimah Mosque

যে মসজিদটি দেখছেন এটির নাম ফাতেমা মসজিদ। এই মসজিদটি আমাদের দেশের কোনো মসজিদ নয়। এটি কুয়েতের একটি অত্যাধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ।

Fatimah Mosque-2
মসজিদটির ভেতরের অংশ

কুয়েতে অবস্থিত এই মসজিদটি ১৯৮৬ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। ৪৫,০০০ স্কয়ার মিটার সীমানা নিয়ে এই মসজিদটি অবস্থিত। মূল নামাজ কক্ষ ছাড়াও মোট সীমানায় মুসল্লীদের থাকার ব্যাবস্থা আছে। মোট সীমানায় লোক ধারণ ক্ষমতা ৬০ হাজার জন। মসজিদটির গম্বুজটি স্থাপত্যশৈলীতে বিশেষ বৈচিত্র এনেছে। পুরো মসজিদটিই পিরামিড আকারের ন্যায়, যা সম্পূর্ণ নামাজ কক্ষ জুড়ে গম্বুজ। এই মসজিদে আরও রয়েছে সুইচ্চ একটি মিনার। মসজিদটিতে মহিলাদের আলাদা নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে। মসজিদটির অত্যাধুনিক নির্মাণশৈলী ও কারুকার্য যে কাওকে বিমোহিত করবে।

Loading...